রাশিফল
তুলার আর্থিক দিক ভালো যাবে, কর্তৃত্ব বজায় রাখুন কুম্ভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা ২ ও ৫। শুভবার সোমবার ও বুধবার। শুভ রত্ন পান্না ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল ও মেধাবী। আপনি বিবেকবান, বিশ্বস্ত ও সহানুভূতিশীল। আপনার কল্পনা ও অনুভূতি প্রবল। মানসিক শক্তি জীবন-সংগ্রামে আপনার বড় অস্ত্র। আপনি শান্তি চান। ঝামেলা এড়িয়ে চলতে চান। একটু চাপা হলেও আপনি বিনয়ী ও সহজে বন্ধুত্ব করতে পারেন। পারিপার্শ্বিকতা প্রায়ই আপনার অস্থিরতা ও দুশ্চিন্তার কারণ হতে পারে। পরিবর্তন ও ভ্রমণ আপনাকে আনন্দ দেবে। আপনাকে আত্মবিশ্বাসী ও উদ্যমী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : চিত্রাভিনেত্রী সোফিয়া লরেন, কথাশিল্পী আপটন সিনক্লেয়ার, ঐতিহাসিক ফার্ডিন্যান্ড লট, ফারুক আলমগীর, রাজনীতিক মতিউর রহমান। ড. মুহাম্মদ এনামুল হক।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর অসুস্থ হতে পারে। পুরোনো কোনো জটিল রোগ পুনরায় দেখা দিতে পারে। কোনো ধরনের অপবাদ রটতে পারে। রিপুকে সংযত করুন। মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। কোনো শোক সংবাদ পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। পাওনা টাকা আদায় হতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। সামাজিকতায় প্রশংসিত হতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। শত্রুরা আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে। তথ্যগত বিভ্রিন্তি দেখা দিতে পারে। শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ধর্মীয় কাজকর্মে উৎসাহ বোধ করবেন। সৃজনশীল কাজকর্মে সুফল আশা করতে পারেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তদের জন্য সময় অনুকূলে থাকবে। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। নতুন গৃহনির্মাণের উদ্যোগ নিতে পারেন। শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজের ক্ষমতা দেখার সুযোগ পেতে পারেন। সাহসিকতার সঙ্গে যেকোনো সমস্যার মোকাবিলা করতে পারবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। নতুন আত্মীয়তা হতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর ভালো থাকবে। মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোথাও বেড়াতে যেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। আত্মগ্লানিতে ভুগতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। উপার্জন বৃদ্ধি পেতে পারে। জ্যেষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। সামাজিক কাজকর্মে সাফল্য আসতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতা সুস্থ হয়ে উঠতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় অনুকূলে থাকবে। ধর্মীয় অনুষ্ঠানাদিতে মন বসাতে পারবেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রয়োজনবোধে সীমিত ঝুঁকি নিন।