রাশিফল
সতর্ক থাকুন মিথুন, তুলার আর্থিক দিক ভালো
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র। আপনার শুভসংখ্যা ৬। শুভ বার শুক্র। শুভ রত্ন হীরা। প্রকৃতিগতভাবে আপনি মিশুক, সামাজিক, সুজনশীল। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সহজেই অন্যদের প্রভাবিত করতে পারে। আপনি কৌশলে ঝামেলা এড়িয়ে চলতে চান। আপনি বিলাসী। আপ্যায়ন ও সামাজিকতায় ব্যস্ত থাকতে চান। মেধা ও ব্যক্তিত্বের জন্য লক্ষ্যপথে অগ্রসর হতে তেমন বেগ পেতে হবে না। শিল্প ও সুকুমারবৃত্তির পূজারি আপনি। তবে অমৃতাচার ও ইন্দ্রীয়সুখপরায়ণতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : দার্শনিক ফ্রেডরিক নিটশে, কথাশিল্পী পি জি উডহাউস, কবি ভার্জিল, উপন্যাসিক সি পি স্নো, মারিও পুজো, জন কেনেথ গলব্রেইথ, সাহিত্যিক নারায়ণ চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। কোনো মৃত ব্যক্তির অর্থ বা সম্পদ পেতে পারেন। শোকগ্রস্ত হতে পারে। খারাপ কোনো সংবাদ পেতে পারেন। বদনাম এড়িয়ে চলুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। যৌথ ও অংশীদারী ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ের যোগ আছে।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। কর্মপরিবেশ খুব একটা ভালো যাবে না। চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার পরিবেশ ভালো থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রবাসীদের জন্য দিনটি শুভ। আপনজনদের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। কেউ কেউ স্বদেশ প্রত্যাবর্তন করতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। গৃহে অতিথি আগমনের সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বৈদেশিক যোগাযোগ শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শরীর অসুস্থ হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শত্রুরা গোপনে ক্ষতি করার চষ্টা করতে পারে। কোনো শোক সংবাদ পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত ব্যাপারে কোনো চুক্তি হতে পারে। যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কাজে অগ্রগতি হতে পারে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আধ্যাত্মিক কাজকর্মে সুফল পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।