রাশিফল
শত্রু সম্পর্কে সতর্ক থাকুন বৃষ, বৃশ্চিকের বিয়ের আলোচনায় অগ্রগতি
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও শনি। আপনার শুভসংখ্যা ৬ ও ৮। শুভ বার শুক্র ও শনি। শুভ রত্ন হীরা ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি অদম্য ইচ্ছাশক্তি ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিই আপনার ঝোঁক। চিন্তায় আপনার ভারসাম্য রয়েছে। সেই সঙ্গে আছে পরিমিতিবোধ। স্বভাবে চাপা, নিজেকে যথাযথভাবে প্রকাশ করতে পারেন না। তাই অন্যদের কল্যাণে চিন্তা, সময় ও অর্থ ব্যয় করলেও প্রায়ই ভুল বোঝাবুঝির শিকার হন।
আপনার মন সংস্কারমুখী। তা ছাড়া কাজ কীভাবে সম্পন্ন করতে হয় তা জানেন। জীবনে অনেক বাধা ও চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : স্যার সৈয়দ আহমেদ, সমাজতন্ত্রের প্রবক্তা সেন্ট সাইমন, কথাশিল্পী আর্থার মিলার, রিটা হেওয়ার্থ, অরবিন্দ ডি সিলভা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের আইনি ঝামেলায় জড়াতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সামগ্রিক কর্মপরিবেশ ভালো থাকবে। সৃজনশীল কাজকর্মে সাফল্য আসতে পারে। শিল্পী-সাহিত্যিকদের জন্য সময় অনুকূলে থাকবে। ধর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। রক্তচাপ এবং হৃদযন্ত্রের দুর্বলতা দেখা দিতে পারে। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আপনজনদের সহযোগিতা পাবেন। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থ পেতে পারেন। পাওনা টাকা আদায়ে তাগাদা দিন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। প্রতিশ্রুতি পালন করতে পারবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর মন ভালো থাকবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। নিজেকে নিয়ে বেশি ব্যস্ত না থাকলে ভালো করবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতা নিয়ে মন খারাপ হতে পারে। মামলা-মোকাদ্দমা এড়িয়ে চলুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। বাণিজ্যে লাভ যোগ আছে। বড় ভাইবোনদের সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। বিনোদন শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো প্রবীণ ব্যক্তির সাহচর্য আনন্দদায়ক হতে পারে। নিজস্ব পরিমণ্ডলে কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। প্রাপ্ততথ্যের ওপর নির্ভর করতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ভাগ্যোন্নয়ন-প্রচেষ্টা সফল হতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত কাজে অগ্রগতি আশা করা যায়। কোনো সৎ মানুষের উপদেশ কাজে লাগতে পারে।