রাশিফল
অতিথি আসবে তুলার ঘরে, উপার্জন বাড়বে কুম্ভের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১০। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা ১ ও ৬। শুভবার রোববার ও শুক্রবার। শুভ রত্ন রুবি ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি আদর্শবাদী ও আত্মবিশ্বাসী। উদার, সৃজনশীল ও উচ্চাভিলাষী। পরিমিতি ও ন্যায়বিচার বোধ প্রবল। সত্য-মিথ্যার পার্থক্য করতে কোনো অসুবিধা হয় না। শান্তিপ্রিয় হলেও নিজের মত বলিষ্ঠভাবে প্রকাশে দ্বিধা করেন না। এ জন্য অনেকে ক্ষুব্ধ হবে। শত্রুতার সম্মুখীন হতে পারেন। জীবনে বাধা আসবে। তবে কৌশল, বিশ্লেষণী ক্ষমতা ও বাকপটুতা যথাযথভাবে প্রয়োগ করলে আপনি সাফল্যের পথে এগিয়ে যাবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : জ্যোতির্বিদ সুব্রামানিয়ম চন্দ্রশেখর, মিজানুর রহমান চৌধুরী, জন লাকারে, সাহিত্যিক ভাসকো প্রেটোলিনি, লুবনা আহমেদ, নিরেন চক্রবর্তী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। ভাগ্যোন্নতির লক্ষ্যে যেকোনো পদক্ষেপ ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞান অন্বেষণের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। পেশাগত দিক ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। বদনাম রটার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। লোকসানের সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে।
মিথুন (২১ মে-২০ জুন)
ঘনিষ্ঠ ব্যক্তিরা শত্রুতা করার চেষ্টা করবে। তবে ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ের যোগ আছে। বিবাদ এড়িয়ে চলুন। সামাজিক কাজকর্মে সাফল্য আসতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘন করার চেষ্টা করা ঠিক হবে না। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলা হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
প্রেম-ভালোবাসার জন্য দিনটি অনুকূলে থাকবে। তবে এ ক্ষেত্রে প্রতিপক্ষের কাছে নিজের মনোভাব স্পষ্ট করে তোলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মনোযোগ দিতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। নতুন বন্ধু লাভের যোগ আছে। মন ভালো থাকবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক লেনদেনে সুফল পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে কোনো আত্মীয়স্বজনের সহযোগিতা পেতে পারেন। চোখের সমস্যা অথবা মাথাব্যথায় ভোগার আশঙ্কা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে বলে আশা করা যায়। আত্মপ্রতিষ্ঠার ব্যাপারে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি কিছুটা সমস্যাবহুল হতে পারে। শরীর ভালো থাকবে না। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। ট্রেড ইউনিয়ন নেতাকর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও সাফল্য বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।