রাশিফল
শত্রু থেকে সাবধান মিথুন, মন জয় করবেন মকর
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা ২ ও ৬। শুভ বার সোম ও শুক্র। শুভ রত্ন হীরা ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি অনুভূতিপ্রবণ, বিনয়ী ও সৃজনশীল। আপনি সহজেই মিশতে পারেন। সহজেই অন্যদের প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে পারেন। দ্রুত চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারেন। কৌশল ও ডিপ্লোম্যাসি আপনি জানেন। সুকুমার বৃত্তি, রোমান্স, ভ্রমণ ও বৈচিত্র্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চান। আপনার ইনটুইশন প্রখর। সাফল্যের জন্য আপনাকে উদ্যোগী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : আর্ট বুচওয়াল্ড, অভিনেতা বেলা লুগোসি, সুরকার চার্লস আইডিস, ব্যাংকার মীর আবদুস সাত্তার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ধর্মীয় কোনো ব্যাপারে ভ্রমণের প্রয়োজন হতে পারে। আজ লটারির টিকিট বা প্রাইজবন্ড কিনলে হয়তো কাজে লেগে যেতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিকেলের পর কাজকর্মে অগ্রগতি আশা করা যায়।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
অনভিপ্রেত কোনো কাজে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। সামাজিক বদনাম সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। কোনো দুঃসংবাদ পেতে পারেন। সন্ধ্যার পর ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশে অবস্থানরত আপনজনদের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো প্রস্তাব পেতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। কেউ গোপনে আপনার শত্রুতা করতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতার জন্য কাজকর্মে বাধার সৃষ্টি হতে পারে। শত্রপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সৃজনশীল কাজকর্মে সুফল আশা করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্পী-সাহিত্যিকদের নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রাতে হঠাৎ অসুস্থ হতে পারে। পরিমিত আহার এবং নিদ্রার ব্যবস্থা করুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান থাকবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ পাবেন। সাহসিকতার সঙ্গে যে কোনো সমস্যা মোকাবিলা করতে পারবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। পেশাগত প্রয়োজনে ভ্রমণ হতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর-মন ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। বিকেলের পরে মাথাব্যথা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শালীন ব্যবহার দ্বারা অন্যের মন জয় করা সহজ হবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। সন্ধ্যার পর সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠতে পারে। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।