রাশিফল
মেষ, বৃষের পৌষ মাস
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভসংখ্যা ৩ ও ৬। শুভবার বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন হীরা ও পোকরাজ। প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। আপনি কৌশলী আর সেই সঙ্গে দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। আপনি দায়িত্ব ও কর্তব্যসচেতন। অন্যের উপকারে অর্থ, সময় ও শক্তি ব্যয় করতে আপনার কোনো দ্বিধা নেই। কাজে আপনি নিয়মানুবর্তী এবং পরিকল্পনা অনুসারে সবকিছু করতে চান। বাধা, শত্রুতা ও আপবাদের সম্মুখীন হতে পারেন আপনি। তবে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : বিজ্ঞানী আলফ্রেড নোবেল, সাহিত্যিক স্যামুয়েল কলরিজ, এ কে এস মোশারফ হোসেন, ওবায়দুল হক সরকার, এ বি এস সামছুল আলম, রীনা খান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে আজ ভালো কিছু ঘটতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে কোনো সাফল্য আশা করতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
সামগ্রিকভাবে দিনটি শুভ বলা যাবে না। ব্যবসা-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। কর-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বিমাকর্মীদের জন্য দিনটি ভালো যেতে পারে। উত্তরাধিকারে সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। আজ খারাপ কিছু ঘটতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো দায়-দায়িত্বকে অবহেলা করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতায় খুব একটা উদ্বিগ্ন না হলেও চলবে। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। অসতর্ক পানাহারের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। নতুন কোনো প্রকল্প হাতে নিতে পারেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। কর্তৃপক্ষের কাছে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ছোট ভাইবোনদের সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। যেকোনো ব্যাপারে সাহসী পদক্ষেপ নিতে পারবেন। মনোবল বৃদ্ধি পাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। সঞ্চয়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা আছে। আপ্যায়নের জন্য ব্যয়াধিক্য দেখা দিতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি খুব একটা ভালো না-ও যেতে পারে। ব্যয়াধিক্য দেখা দেওয়ার সম্ভাবনা আছে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো ব্যাধির পুনরাক্রমণ ঘটতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বন্ধুর সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। জ্যেষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। পেশাগত কোনো চুক্তি হতে পারে।