রাশিফল
বিবাদ এড়িয়ে চলুন কর্কট, শিল্পে আগ্রহ বাড়বে কন্যার
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৬। শুভ বার শুক্র ও রবি। শুভ রত্ন হীরা ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি পরিবর্তনশীল ও নতুনের পূজারি। আপনার ধ্যান-ধারণা, অভ্যাস, বাসস্থান, পেশা বন্ধুত্ব সব কিছুতেই পরিবর্তন চান। এতে নতুনত্বের ছোঁয়া দিতে চান। আপনার মন অনুসন্ধিৎসু। আদর্শ, উঁচু। সত্যের মাপকাঠিতে সবকিছু বিচার করতে চান। সহজে বন্ধুত্ব করতে ও মিশতে পারেন। কিন্তু বন্ধুদের মাঝে থেকেও একাকিত্ব অনুভব করতে পারেন। জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে মধ্য বয়সে। ভ্রমণ রাখতে পারে উল্লেখযোগ্য অবদান।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : জ্যোতির্বিদ হার্শেল, জন রিড, সুরকার ফারঞ্জ লিস্ট, নাদির শাহ, ক্যাথরিন দানিয়ুব, ডরিস লেসিং, ভাস্কর শামীম শিকদার, রাজনীতিক তোফায়েল আহমেদ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বন্ধুর সহযোগিতা পাবেন। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আজ ভালো কিছু ঘটতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ততথ্যের ওপর নির্ভর করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের কোনো প্রচেষ্টা সফল হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। রিপুকে সংযত করতে পারলে ভালো করবেন। আপনার নামে কোনো বদনাম রটতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। অতিনিন্দীয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
অবিবাহিতদের কারো কারো বিয়ের সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝির কিছু থাকলে তা মিটে যেতে পারে। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের মামলা-মোকাদ্দমার সম্মুখীন হতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দাম্পত্য ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আজ কারো সঙ্গে দুর্ব্যবহার করা ঠিক হবে না। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মস্থলে বন্ধুদের সহযোগিতা নাও পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ধর্মীয় কাজকর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। শৈল্পিক কাজকর্মের প্রতি আগ্রহ দেখা দিতে পারে। প্রাপ্ততথ্য যাচাই করে নিলেই ভালো করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। হঠাৎ করে কোনো জুয়াড়ির পাল্লায় পড়তে পারেন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। কোনো বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রাতিষ্ঠানিক কাজ সমন্বিত উদ্যোগ গ্রহণ করুন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে নিন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। চোখ অথবা গলার কোনো সমস্যায় ভুগতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। গৃহে কোনো অতিথি আগমনের সম্ভাবনা আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণের জন্য প্রশংসিত হতে পারেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পুরোনো কোনো জটিল রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। বেশি বাড়াবাড়ি হলে হাসপাতালে ভর্তি হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যয়াধিক্য দেখা দেবে। আর্থিক দিক সামগ্রিকভাবে ভালো যেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। রাজনীতিবিদদের জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে।