রাশিফল
সুনাম বৃদ্ধি পাবে বৃষের, সাবধান থাকুন কর্কট
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও শুক্র। আপনার শুভসংখ্যা ৬ ও ৯। শুভ বার মঙ্গল ও শুক্র। শুভ রত্ন হীরা ও রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি সৃজনশীল ও বহুমুখী মেধার অধিকারী। আপনি রোমান্টিক। প্রেম ও স্নেহমমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জীবনে। অন্যকে সাহায্য করে আপনি আনন্দ পান। আবার অন্যের দ্বারা প্রভাবিতও হন সহজে। অন্যের সঙ্গে আপনার মেধার বিকাশ ব্যাহত হতে পারে। আবার ত্যাগ স্বীকারের এই মনোবৃত্তিই আপনাকে মহত্তর স্তরে উন্নীত করতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : নাট্যকার মসহার্ট, সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, গণিতজ্ঞ জর্জ রিপন, প্রমথেশ বড়ুয়া, রাজনীতিক সুরজিৎ সিং বারনালা, বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বন্ধুদের সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ক্লাব বা অন্য কোথাও কোনো বিনোদনে অংশ নিতে পারেন। পেশাগত চুক্তি সম্পাদনের জন্য সময় অনুকূলে থাকবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পাবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রত্যাশা পূরণ হতে পারে। সামাজিক ক্ষেত্রে প্রভাববলয় বৃদ্ধি পেতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানার্জনের প্রচেষ্টায় সুফল পেতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। কোনো ধরনের দুর্নামের সম্মুখীন হতে পারেন। সামাজিক সংকটের সৃষ্টি হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ঘনিষ্ঠ কোনো বন্ধুর সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ব্যক্তিগত শত্রুতা বৃদ্ধি পাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। কোনো মামলা-মোকদ্দমায় জড়ানোর আশঙ্কা আছে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যক্তিগত দায়-দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন। শরীর খুব একটা ভালো যাবে না। আহারে বিহারে সতর্ক থাকুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। এ ক্ষেত্রে প্রতিপক্ষের কাছে নিজের মনোভাব স্পষ্ট করে তুলুন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। কোনো কাজ করে মানসিক তৃপ্তি পেতে পারে। বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। আত্মীয়স্বজন কারো দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থ আসতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগানো সহজ হতে পারে। চক্ষু সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আত্মপ্রতিষ্ঠায় কারো সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ব্যর্থতার জন্য অসহায় বোধ করতে পারেন। ব্যয়াধিক্য দেখা দেওয়ার সম্ভাবনা আছে। শরীর ভালো নাও থাকতে পারে। কোনো জটিল রোগে আক্রান্ত হতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।