রাশিফল
যোগ্যতার প্রমাণ দেবেন বৃষ, সাবধানে থাকুন তুলা
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ সোম ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ২ ও ৯। শুভ বার সোম ও মঙ্গল। শুভ রত্ন মুক্তা ও রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি অত্যন্ত সেন্টিমেন্টাল। আপনি কোমলমনা ও রোমান্টিক। আপনার কল্পনাপ্রবণ মন খুব সহজেই অতীতে বিচরণ করতে পারে। কল্পনার কল্পলোকে ডুবে থাকতে আপনি আনন্দ পান। সৃজনশীল প্রতিভা আছে আপনার। আপনার বিশ্লেষণী ক্ষমতা ও ইনটুইশন প্রখর। যেকোনো বিষয়ের গভীরে আপনি সহজেই প্রবেশ করতে পারেন। আপনার ব্যক্তিত্বের মাঝে রয়েছে পরস্পরবিরোধী অনেক গুণের সমাবেশ। আর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার থাকবে পরিপূর্ণ স্বাধীনতা। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কথাশিল্পী জেমস বসওয়ের, জোসেফ গোয়েবলস, চলচ্চিত্রকার শামীম আলম।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। চোখ-কান খোলা রাখার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আত্মপ্রতিষ্ঠায় অন্যের সহযোগিতা পেতে পারেন। নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। শরীর-মন ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে অন্যকে খুশি করতে পারবেন। যোগাযোগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পরিকল্পনা অনুযায়ী কাজের অগ্রগতি হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সময় খুব একটা অনুকূলে না থাকার সম্ভাবনাই বেশি। কোনো ধরনের সামাজিক অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। আপনার নামে কোনো ধরনের অপবাদ রটতে পারে। শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। অসুখ-বিসুখে অবহেলা না করলেই ভালো করবেন। খারাপ কোনো সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
যৌথ ও অংশীদারি ব্যবসা ভালো যাবে। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিকতার জন্য অর্থ ব্যয় হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দায়িত্বসচেতন হওয়ার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো সমস্যা হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। ভালোবাসার জনকে নিজের মনোভাব স্পষ্ট করে বলার চেষ্টা করুন। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। মন ভালো থাকবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। গৃহে আত্মীয়সমাগম হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।