রাশিফল
কন্যার বিদেশযাত্রার সম্ভাবনা, বন্ধুর সহযোগিতা পাবেন কুম্ভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার মঙ্গলবার ও বৃহস্পতিবার। শুভ রত্ন রক্তপ্রবাল ও পোকরাজ।
প্রকৃতিগতভাবে আপনি গতিশীল ব্যক্তিত্বের অধিকারী। আপনি জানেন, দায়িত্ব কীভাবে পালন করতে হয়। আপনি আবেগপ্রবণ। কৈশোরের কোনো ঘটনা আপনার সচেতনতা বৃদ্ধির কারণ হবে। জীবনের দাবি ও চ্যালেঞ্জ কোনো কিছু মোকাবিলায় আপনার অনীহা নেই।
আপনি মেধাবী, বুদ্ধিমান ও নেতৃত্বের গুণাবলিতে ভূষিত। জীবনে আপনাকে ইচ্ছাশক্তির একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দৃঢ়তার অভাব হলে হতাশায় ভুগতে হবে। তবে কাজে সাফল্য ও সুনামে সম্ভাবনা বেশি। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : এজরা পাউন্ড, বুদ্ধদেব বসু, দিয়েগো ম্যারোডোনা, সুধীন্দ্রনাথ দত্ত, ইসমাইল আল আজহারী, রাজা জহির শাহ, উপস্থাপক শওকত আলী সিদ্দিকী, ফজলুর রশীদ ঢালী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। পাওনা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আপনার ভদ্র ও বিনয়ী আচরণ কার্যউদ্ধারে সহজ হতে পারে। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কাজকর্মের সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কারো কারো বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো মামলা-মোকদ্দমা থাকলে তার ফল আপনার বিপক্ষে চলে যেতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। মনের গভীরে লালিত কোনো আশা পূর্ণ হতে পারে। পেশাগত চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক কাজকর্মে জড়ানোর আশঙ্কা আছে। সুনাম ও সাফল্যের সম্ভাবনা আছে। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। এ বিষয়ে কারো কারো প্রত্যাশিত সাফল্য আসতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। বিদেশযাত্রার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দবোধ করবেন। সৎসঙ্গ আনন্দদায়ক হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায় লোকসানের আশঙ্কা আছে। ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। আপনার নামে কোনো ধরনের দুর্নাম রটতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজনরা শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। বিবাদ এড়িয়ে চলুন। অবিবাহিতদের কারো কারো বিয়ের সম্ভাবনা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। দায়দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূলে না থাকার সম্ভাবনাই বেশি। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় মোটামুটি অনুকূলে থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। শিক্ষায় সাফল্য পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নতুন আত্মীয় লাভের যোগ আছে। বাড়িতে অতিথি সামগম হতে পারে। মন ভালো থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে । ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।