রাশিফল
আয় বাড়বে সিংহের, সতর্ক থাকুন মীন
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও রবি। আপনার শুভসংখ্যা ৯ ও ১। শুভবার মঙ্গল ও রোববার। শুভ রত্ন রক্তপ্রবাল ও চুন্নি। প্রকৃতিগতভাবে আপনি আকর্ষণীয় ও প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী। আপনি কর্মঠ, প্রাণবন্ত ও উদ্যোগী। সৃজনশীলতা পর্যবেক্ষণ ও উদ্ভাবনী ক্ষমতার সঙ্গে সঙ্গে আপনার চরিত্রে আছে বলিষ্ঠতা ও দৃঢ়তা। নতুন সুযোগ ও চ্যালেঞ্জ গ্রহণে আপনি সদা প্রস্তুত। আপনি বেপরোয়া হয়ে উঠতে পারেন। তবে আপনার মধ্যে রয়েছে ভদ্রতা, সৌজন্যবোধ ও সহানুভূতি। আপনার কটাক্ষে বন্ধুদের সহজেই আহত করতে পারে। উচ্চাভিলাষ আপনার চরিত্রকে করতে পারে দুর্বোধ্য। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : মনীষী কিরো, শিল্পী বেনভিনিটো সেলিনি, জাপানি কবি হাগিওরাবা সাকুতারো, মুয়াম্মার গাদ্দাফি, সাংবাদিক মোহাম্মদ মুসা, শিল্পপতি কাজী মাহাতাব উদ্দীন আহমেদ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে কোনো ঝামেলা থাকলে তা মিটে যেতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন। কাউকে কোনো কথা দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার সুযোগ পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যের মন জয় করার চেষ্টা করুন। নিজের যোগ্যতার পরিচয় দিতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রত্যাশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। যৌন আবেগের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো ধরনের সামাজিক গৃহে নতুন অতিথির আগমন ঘটতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আজ দিনটি মোটামুটি ভালো যাবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। ভালোবাসার মানুষটির কাছে নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পড়াশোনায় অধিকতর মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। হৃদরোগীদের আজ সতর্ক থাকা উচিত।