রাশিফল
সাংগঠনিক কাজে সফল হবেন সিংহ, ঝুঁকি নেবেন না ধনু
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও চন্দ্র। আপনার শুভসংখ্যা ২ ও ৯। শুভ বার মঙ্গল ও সোম। শুভ রত্ন রক্ত প্রবাল ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি আবেগি, মেধাবী ও রোমান্টিক। আপনার কল্পনাপ্রবণ মন সহজেই হয়ে ওঠে আবেগপ্রবণ। সৃজনশীল হলেও আপনি স্বপ্নরাজ্যেই বেশি বিচরণ করতে চান। পরস্পরবিরোধী অনেক গুণের সমাবেশ ঘটতে পারে আপনার মধ্যে।
মানসিক অস্থিরতা ও একাধিক বিষয়ের প্রতি ঝোঁক আপনার সাফল্যের অন্তরায় হতে পারে। তবে আপনার ইনটুইশন ও বিশ্লেষণক্ষমতা প্রবল। আপনাকে অনেকেই ভুল বুঝবে। দৃঢ়তা, ধৈর্য ও আত্মবিশ্বাস আপনার সাফল্যের বুনিয়াদ হতে পারে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : মিসরীয় সম্রাজ্ঞী ক্লিওপেট্রা, ফরাসি সম্রাজ্ঞী মেরি আঁতানেতে, সোহরাব মোদি, বার্ট ল্যাংকস্টার, প্রেসিডেন্ট ওয়ারেন হার্ডিং, রাজনীতিক আকবর হোসেন, জ্যোতিষী আহসান হাবীব পাশা, শিক্ষাবিদ ড. কাজী মাফিজুর রহমান, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, স্যার আগা খান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন। গলায় কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে। কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। বিশেষ কোনো ক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। বিকেলের দিকে ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো যাবে না। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সচেতন থাকুন। দুপুরের পর থেকে পরিস্থিতি অনুকূলে থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা অন্যকে আকৃষ্ট করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সৎ সঙ্গ আনন্দদায়ক হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পেশাগত ক্ষেত্রে সুফল পেতে পারেন। জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধির সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শরীর অসুস্থ হতে পারে। অসুখ, অশান্তিকে অবহেলা না করলেই ভালো করবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো মৃত ব্যক্তির অর্থ বা সম্পত্তি পেতে পারেন। বিকেলের দিকে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো যাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় লাভবান হতে পারেন। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিকেলের দিকে হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ধর্মীয় কাজকর্মে উৎসাহ বোধ করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজকর্মে সাফল্য পেতে পারেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত করার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।