রাশিফল
লটারির টিকেট কিনতে পারেন বৃশ্চিক, মকরের দাম্পত্য শুভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৯ ও ৩। শুভবার মঙ্গলবার ও বৃহস্পতিবার। শুভ রত্ন রক্তপ্রবাল ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল। গতিশীল ব্যক্তিত্ব ও জীবনের প্রতি সিরিয়াস দৃষ্টিভঙ্গি আপনাকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে সাহায্য করে। নেতৃত্ব দেওয়ার গুণ আছে আপনার। সাংগঠনিক ও বিশ্লেষণী ক্ষমতা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্বুদ্ধ করে।
সাধ্যের চেয়ে অনেক বেশি দায়িত্ব এসে পড়বে আপনার ওপর। আপনার ইচ্ছাশক্তি প্রচণ্ড। পুরো মাত্রায় কর্তৃত্ব করতে হলে আপনাকে কুশলী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : সম্রাট আওরঙ্গজেব, জিমন্যাস্ট নাদিয়া কোমানেসি, আবুল কালাম শামসুদ্দিন, অর্থনীতিবিদ অমর্ত্য সেন, দীনেশচন্দ্র সেন ও নায়িকা মৌসুমী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। নতুন আত্মীয় লাভের সম্ভাবনা আছে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে। ঠান্ডা থেকে গলার কোনো সমস্যা দেখা দিতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনয়ী আচরণের জন্য সমালোচিত হতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ ও সম্ভাবনাময়। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। আজ লটারির টিকেট অথবা প্রাইজবন্ড কিনতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। প্রত্যাশিত কাজে সাফল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। আজ কোনো বদনাম রটার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। ব্যবসায়ে লোকসানের সম্ভাবনা আছে। টাকা সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক অনুকূলে থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিগত শত্রুতা বৃদ্ধি পাবে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা অনুকূল নয়। সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। ভালো লাগার মানুষের কাছে নিজের মনোভাব স্পষ্ট করে তুলুন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।