রাশিফল
বিনিয়োগে ঝুঁকি মিথুনের, দুশ্চিন্তা করবেন না সিংহ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৯ ও ৪। শুভবার মঙ্গল ও রোববার। শুভ রত্ন রক্তপ্রবাল ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও খেয়ালি। আপনার মধ্যে রয়েছে মৌলিকত্ব ও উদ্ভাবনী ক্ষমতা। কোনো কাজ সম্পাদনে মনস্থির করলে আপনি দ্রুত এগিয়ে যেতে পারেন সাফল্য ও খ্যাতির পথে। নতুন বা রহস্যময় জিনিসের প্রতি থাকবে আপনার তীব্র আকর্ষণ। আপনার মত ও চিন্তা হতে পারে অন্যদের চেয়ে আলাদা। সে জন্য যথেষ্ট সমালোচনা ও ভুল বোঝাবুঝির সম্মুখীন হবেন আপনি। খেয়ালি মনে হলেও আপনি কর্তব্যের প্রতি নিবেদিত। জীবনে দৃঢ় ইচ্ছাশক্তি ও সংযম প্রয়োজন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কাজী ইমদাদুল হক, ঋত্বিক কুমার ঘটক, রবীন্দ্র গোপ, আইনবেত্তা স্টিফেন ফিল্ড, ওয়াল্টার ক্রনকাইট, এন্ড্রু কিশোর, সুফী আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ জাহাঙ্গীর, শফিকুল ইসলাম স্বপন, ড. দীনেশ চন্দ্র সেন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা আছে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। মর্যাদাবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনদের কাজে লাগাতে পারবেন। কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ব্যক্তিত্বের সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজের যোগ্যতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। কোনো ব্যর্থতার জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। শত্রুরা গোপনে ক্ষতি করার চেষ্টা করবে। শরীর অসুস্থ হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। সাংগঠনিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজকর্মে জড়ানোর সম্ভাবনা আছে। এ ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের যেকোনো প্রচেষ্টা সফল হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। কোনো অসুস্থতা অবহেলা করা ঠিক হবে না। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। সামাজিক সমস্যা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। কোনো ঘনিষ্ঠ ব্যক্তি শত্রুতা করতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সাফল্যের সম্ভাবনা আছে। ভালোবাসার মানুষের কাছে নিজের মনোভাব স্পষ্ট করার চেষ্টা করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।