রাশিফল
স্মৃতিকাতর হবেন মিথুন, অগ্রগতি হবে ধনুর
আজ ২১ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ এবং ২১ মহরম, ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৫ ও ৯। শুভ বার মঙ্গল ও বুধ। শুভ রত্ন পান্না ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি মানসিক শক্তির অধিকারী ও প্রত্যুৎপন্নমতি। আপনি বুদ্ধিমান ও চতুর। অন্যদের সন্দেহ করেন, অবিশ্বাস করেন। পরিচিতদের সহজেই বুঝতে পারেন, তাদের উদ্দেশ্য আঁচ করতে পারেন। শিল্প ও সৌন্দর্যের প্রতি রয়েছে আপনার গভীর আকর্ষণ। প্রখর কল্পনাশক্তি আপনাকে দিয়েছে অন্তর্দৃষ্টি। আপনি অস্থির। তাই ভ্রমণ করবেন অনেক। এমনকি বাসস্থান পরিবর্তন করবেন বহুবার। আপনাকে অধ্যবসায়ী ও দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, চিত্রশিল্পী আবদুর রাজ্জাক, স্যাম শেফার্ড, টাটুম ঔনীল, ফটোগ্রাফার সাধন রায়, ড. সৈয়দ আনোয়ার হোসেন, ওয়াহিদ সাদিক, আনোয়ারা সৈয়দ হক, ড. সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ভালোলাগার মানুষের কাছে নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
মানসিক শান্তি বজায় থাকবে। কোনো বন্ধুর সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।
মিথুন (২১ মে-২০ জুন)
অতীতের কোনো স্মৃতি মনকে ভারাক্রান্ত করে তুলতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কনিষ্ঠ ভাইবোনের সঙ্গে সুম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পদ দখলে আসতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। চক্ষু সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোনো বাধা উপেক্ষা করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ভ্রমণের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো যাবে না। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো চুক্তি হতে পারে। সাংগঠনিক কাজে সাফল্য আসতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো সামাজিক কাজে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে আজ ভালো কিছু ঘটতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক অগ্রগতি সাধিত হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টায় সুফল পেতে পারেন। ধর্মীয় কোনো উদ্দেশ্যে সফরে যেতে পারেন। জ্ঞানার্জনের প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় মানসিক সমৃদ্ধি আসার সম্ভাবনা আছে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়ানোর আশঙ্কা আছে। রিপুকে সংযত করার চেষ্টা করুন। কোনো শোক সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে লোকসানের সম্মুখীন হতে পারেন। মন ভালো থাকবে না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। বন্ধুদের সহযোগিতা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না।