রাশিফল
বন্ধুদের সহযোগিতা পাবেন মিথুন, মীনের বিয়ের সম্ভাবনা
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৯ ও ৭। শুভ বার মঙ্গল ও সোম। শুভ রত্ন রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি মেধাবী ও মননশীল। বুদ্ধিবৃত্তিক ও মানসিক স্তরে সহজেই বিচরণ করতে পারেন। পরিবেশ, পারিপার্শ্বিকতা ও মানুষকে সহজেই বুঝতে এবং বিশ্লেষণ করতে পারেন। আপনি অন্তর্মুখী, আধ্যাত্মিকতার ভাবধারায় সহজে উদ্বুদ্ধ হন। আপনি গোপনীয়তাপ্রিয় ও চাপা স্বভাবের। যে কোনো কাজে দৃঢ়তার সঙ্গে লেগে থাকার গুণ আছে আপনার। আপনি অত্যন্ত অনুভূতিপ্রবণ। তাই অনেক ভুল বোঝাবুঝির সম্মুখীন হবেন আপনি। সচেষ্ট হলে আপনার সাফল্য ও খ্যাতি কেউ আটকে রাখতে পারবে না।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : বিজ্ঞানী মাদামকুরী, ধর্মবেত্তা বিলি গ্রাহাম, ইবনে হাজম, নূরুদ্দিন জামী, চন্দ্রশেখর ভেংকট রমন, লিয়ন ট্রটস্কি, শেখ নজরুল, মীর আফতাব, পারস্য করি মোল্লা জামি।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি সামগ্রিকভাবে খুব একটা শুভ বলা যাবে না। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। তবে ভালো লাগার মানুষটির কাছে নিজের মনোভাব স্পষ্ট করার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজকর্মে আনন্দবোধ করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশে পড়াশোনায় মন বসানো সহজ হবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মনোবল বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনের শুরুটা মোটামুটি ভালো যাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। চোখ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা খুব একটা কঠিন হবে না।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনের শুরুতে শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা সফল হতে পারে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করা সহজ হতে পারে। নিজের ব্যক্তিত্বকে কাজে লাগাতে চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ভ্রমণের সুযোগ পেতে পারেন। আজ কিছুটা বাড়তি খরচ হয়ে যেতে পারে। তবে সকালবেলা তুলনামূলকভাবে ভালো যাবে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো সমস্যা সমাধানে বিশেষ কোনো বন্ধুকে কাজে লাগাতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান থাকবে। সাংগঠনিক কাজে সুফল আশা করতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। সামাজিক কাজকর্মে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। পেশাগত কাজে সাফল্য পেতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ধর্মীয় সফর ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শরীর ভালো যাবে না। আজ আপনার নামে কোনো ধরনের বদনাম রটতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ব্যক্তিগত শত্রুতা সম্পর্কে উদাসীন থাকা ঠিক হবে না। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।