রাশিফল
কন্যা ও ধনুর দিন শুভ, সাবধানে থাকুন তুলা
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও শনি। আপনার শুভসংখ্যা ৮ ও ৯। শুভ বার শনি ও মঙ্গল। শুভ রত্ন রক্ত প্রবাল ও নীলা। প্রকৃতিগতভাবে আপনি সন্দেহপ্রবণ ও সুচতুর বুদ্ধিবৃত্তির অধিকারী। দৃঢ় ইচ্ছাশক্তির পাশাপাশি আপনার রয়েছে প্রখর ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ। আপনি কর্মঠ।
প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও নিজের মতে দৃঢ়তা প্রদর্শন করতে পারেন। জঙ্গি মনোভাবের জন্য সহজেই বিতর্ক ও সংঘাতে জড়িয়ে পড়বেন। আপনি গোপনীয়তা রক্ষা করে চলতে পারেন। আপনার মধ্যে কিছু বৈপরীত্য রয়েছে। সে জন্য আপনাকে কখনই পুরোপুরি বোঝা যাবে না। তবে অধ্যবসায় আপনার সাফল্য এনে দেবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি, লিফ গ্যারেট, ডা. ক্রিশ্চিয়ান বার্নাড, এলেন ডেলন, ক্যাথরিন হেপবার্ন, শহীদ জিয়াউর রহমান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
নিজের সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতাকে খুব বেশি গুরুত্ব না দিলেও চলবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। চাকরিজীবীদের কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার পরিবেশ অনুকূলে থাকবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটির কাছে নিজের মনোভাব স্পষ্ট করার চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। হৃদরোগীদের জন্য দিনটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কারো সঙ্গে নতুন আত্মীয়তা সৃষ্টির সম্ভাবনা আছে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থের আগমন হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মূল্যবোধ বজায় রাখতে পারবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। নিজের যোগ্যতার প্রমাণ রাখতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর মোটামুটি ভালো থাকবে। বিনোদন শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নিজের কোনো ব্যর্থতার জন্য অনুশোচনা হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কোনো মামলা-মোকদ্দমা থাকলে তার ফল বিপক্ষে চলে যাওয়ার আশঙ্কা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। মনের গভীরে থাকা কোনো আশা পূরণ হতে পারে। পুরোনো বন্ধুদের সঙ্গে কোনো আড্ডায় সময় কাটাতে পারেন। সাংগঠনিক কাজে সাফল্য পাবেন। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক কাজে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূর্ণ হতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টায় সুফল পেতে পারেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। সামাজিক ক্ষেত্রে সম্মান ও গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থ পেতে পারেন। কোনো ধরনের সামাজিক সংকটে জড়ানোর আশঙ্কা আছে। বদনাম এড়িয়ে চলার চেষ্টা করুন। অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। এ ক্ষেত্রে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ব্যক্তিগত শত্রুতা বৃদ্ধি পাবে। চোখ-কান খোলা রাখার চেষ্টা করুন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।