রাশিফল
পাওনা টাকা পাবেন সিংহ, গোপন শত্রুর ব্যাপারে সাবধান তুলা
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল। আপনার শুভসংখ্যা ৯। শুভবার মঙ্গলবার। শুভ রত্ন রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি আপসহীন ব্যক্তিত্বের অধিকারী। নেতৃত্ব, প্রশাসনিক গুণাবলি আছে আপনার। দৃঢ় ইচ্ছা ও মানসিক শক্তির জন্য দীর্ঘমেয়াদি সংগ্রাম চালাতেও আপনার কোনো কুণ্ঠা নেই। কোনো বিরোধিতাই আপনাকে দমাতে পারে না। আর জীবনে বহু বাধা-সংঘাত ও শত্রুতার সম্মুখীন হতে হবে আপনাকে। নিজের বক্তব্য বলিষ্ঠভাবে ব্যক্ত করতে পারেন আপনি। স্পষ্টবাদিতার জন্য পরিচিতরা আপনাকে সমীহ করবে। জীবনে চলার পথে আপনাকে কৌশলী, সাবধানী ও ধৈর্যশীল হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : জ্যোতির্বিদ কার্ল সাগান, সাহিত্যিক ইভান তুর্গানেভ, গণিতজ্ঞ হারসেন, হোয়েল, অর্থনীতিবিদ জেন মনেট, ফটোগ্রাফার রবার্ট ফ্রাঙ্ক, সম্রাট সপ্তম এডওয়ার্ড।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক অসুস্থতায় খুব একটা উদ্বিগ্ন না হলেও চলবে। দায়িত্বশীল হওয়ার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। কোনো ব্যাপারেই সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ধর্ম-কর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে।
মিথুন (২১ মে-২০ জুন)
পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আজ কোনো বিশেষ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যোগাযোগ শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। কাজকর্মে যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে নিন। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর খুব একটা ভালো যাবে না। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয়াধিক্য দেখা দেবে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। পেশাগত কাজে কারো সঙ্গে কোনো সমঝোতা হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পাবে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামগ্রিক পরিস্থিতি অনুকূলে থাকবে। সামাজিক ক্ষেত্রে সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো তীর্থস্থান ভ্রমণের সুযোগ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের সুযোগ পাবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বাণিজ্যে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো যাবে না। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল না থাকার আশঙ্কা আছে। কর্মস্থলে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যক্তিগত শত্রুতা বৃদ্ধি পাবে। দায়দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। সাময়িক কোনো অসুস্থতার সম্মুখীন হতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় অনুকূলে থাকবে। অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝির কিছু থাকলে তা মিটে যেতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।