রাশিফল
ঠান্ডায় ভুগতে পারেন বৃষ, উৎসাহ পাবেন সিংহ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও রবি। আপনার শুভসংখ্যা ১ ও ৯। শুভবার রোববার ও মঙ্গলবার। শুভ রত্ন চুনি ও রক্তপ্রবাল। প্রকৃতিগতভাবে আপনি আকর্ষণীয় ও প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী। প্রাণশক্তির প্রাচুর্য আছে আপনার। তাই অন্যদের সহজেই প্রভাবিত করতে পারেন আপনি। আপনি সৃজনশীল, সমালোচক ও পর্যবেক্ষক। বলিষ্ঠতা ও দৃঢ়তা আছে আপনার। তবুও আপনার মধ্যে রয়েছে ভদ্রতা, সৌজন্যবোধ ও সহানুভূতি। আবার ব্যঙ্গ-বিদ্রূপেও আপনি দক্ষ। অবহেলা আপনার অনুভূতিকে সহজে আহত করতে পারে। তবে ঘৃণা বা ক্ষোভ খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কবি অলিভার গোল্ড স্মিথ, মার্টিন লুথার, অভিনেতা রিচার্ড বার্টন, বিমান ডিজাইনার আঁদ্রেতুপলেভ, দাউদ খান মজলিশ, সুরেন্দ্র নাথ ব্যানার্জি।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। দ্ম্পত্য সম্পর্ক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। পারস্পরিক সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। ঘনিষ্ঠ আপনজনরা কেউ শত্রুতা করতে পারে। বন্ধুদের কেউ প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। বিবাদ এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। ঠান্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। আহারে-বিহারে সতর্কতা অবলম্বন করা উচিত।
মিথুন (২১ মে-২০ জুন)
শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। সৃজনশীল কাজে আগ্রগতি আশা করা যায়। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। বিদ্যার্থীদের সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যক্তিগত যোগাযোগের পরিসর বৃদ্ধি পাবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আইনি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিনোদনমূলক আড্ডায় অংশ নিতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত সাফল্য আনন্দদায়ক হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। সামাজিক গুরুত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কোনো সৎ ব্যক্তির সান্নিধ্যে আনন্দ পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো যাবে না। অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় কোনো রকমের দুর্নামের সম্মুখীন হতে পারেন। বিমাকর্মীদের জন্য দিনটি শুভ। অনাকাঙ্ক্ষিত কোনো সংবাদ পেতে পারেন।