রাশিফল
মানসিক শান্তি তুলার, সহযোগিতা পাবেন ধনু
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ২ ও ৯। শুভ বার সোম ও মঙ্গল। শুভ রত্ন মুক্তা ও রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী, কল্পনাপ্রবণ, সৃজনশীল ও শিল্পমনা। আপনি আবেগপ্রবণ ও সেন্টিমেন্টাল। স্বপ্নের রাজ্যেই বেশি বিচরণ করতে চান।
আপনার মধ্যে পরস্পরবিরোধী অনেক কিছুর সমাহার ঘটতে পারে। এই অভ্যন্তরীণ বৈপরীত্যের জন্য আপনাকে অনেকেই ভুল বুঝতে পারে। তবে আপনার বিশ্লেষণক্ষমতা প্রবল। নিজের ভুল সহজে ধরতে পারেন। আপনি সিদ্ধান্তে দৃঢ়। ধৈর্যশীল, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হলে যত বাধাই আসুক না কেন আপনি সাফল্য লাভ করবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : ফিওদর দস্তয়বস্কি, হাওয়ার্ড ফাস্ট, মাওলানা আবুল কালাম আজাদ, রাজা জিগসে সিংহে ওয়াংচুক, শফিক রেহমান, মালা সিনহা, বি বি এন্ডারসন, সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র, মাহবুব জামিল, শিক্ষাবিদ মমতাজ বেগম, শামীম আজাদ, হুমায়ুন রশীদ চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি শুভ সম্ভাবনাময়। পারস্পরিক সামাজিক সম্পর্ক জোরদার হবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। ঘনিষ্ঠ আপনজনদের ভেতর থেকে কেউ শত্রুতা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ের সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। এ ক্ষেত্রে অপর পক্ষের কাছে নিজের মনোভাব স্পষ্ট করার চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। বন্ধুদের সহযোগিতা পাবেন। হৃদরোগীরা আজ কোনো প্রকার ঝুঁকি না নিলেই ভালো করবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। প্রতিশ্রতি রক্ষা করা খুব একটা কঠিন হবে না। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার উদ্যোগে অগ্রগতি হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা অন্যকে আকৃষ্ট করতে পারবেন। নিজের ব্যক্তিত্বকে কাজে লাগানোর চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শত্রুরা গোপনে ক্ষতি করার চেষ্টা করবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বন্ধুদের সহযোগিতা পাবেন। সম ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কোন্নয়ন হতে পারে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করুন। মনের গভীরে লালিত কোনো আশা পূর্ণ হতে পারে। জেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। সামাজিক কাজকর্মে জড়ানোর সম্ভাবনা আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। বিদেশ যাওয়ার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। পেশাগত আধ্যাত্মিক চিন্তা-চেতনায় আনন্দ পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়াতে পারেন। রিপুকে সংযত রাখুন। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব এতটা ভালো যাবে না। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।