রাশিফল
কাজকর্মে উৎসাহ পাবেন কন্যা, সম্মান পাবেন কুম্ভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৪ ও ৯। শুভবার রোববার ও মঙ্গলবার। শুভ রত্ন গার্নেট ও রক্তপ্রবাল। প্রকৃতিগতভাবে আপনি অনুসন্ধিৎসু, মেধাবী ও খেয়ালি। বুদ্ধিবৃত্তিক ক্ষমতার সঙ্গে রয়েছে মৌলিকত্ব। চিরায়তের বাইরে ভিন্ন মতে, ভিন্ন পথে চলতে চান। জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে আপনি সচেতন। নতুন ও ব্যতিক্রমের প্রতি আপনার আগ্রহ প্রবল। আপনার বিশ্বস্ত আর বিশ্লেষণী ক্ষমতা রয়েছে। বাইরে থেকে আপনাকে কখনো পুরোপুরি বোঝা যাবে না। ইন্দ্রিয় সুখপরায়ণতা আপনাকে পেয়ে বসতে পারে। আপনার পছন্দ-অপছন্দের ওপরই নির্ভর করবে আপনার সাফল্য। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : সাহিত্যিক রবার্ট লুই স্টিভেনশন, মীর মশারফ হোসেন, রশীদ চৌধুরী, ড. হুমায়ূন আহমেদ, রাজা রণজিৎ সিং, পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, সালাহউদ্দিন বাদল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। কোনো রোগব্যাধিকে উপেক্ষা না করলেই ভালো করবেন। অশুভ কোনো সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বাণিজ্যে লোকসানের সম্মুখীন হতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর অসুস্থ হতে পারে। ঠান্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। সাময়িক অসুখ-বিসুখকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূলে না থাকার সম্ভাবনাই বেশি। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা আশা না করাই ভালো।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। নিজের মনোভাবকে অন্যের কাছে স্পষ্ট করে তুলুন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো আশা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। কোনো আত্মীয়ের সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশের প্রভাব এড়িয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পত্তির দখল পেতে পারেন। পড়াশোনায় আনন্দ পেতে পারেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর-মন ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। অধীনদের কাজে লাগাতে পারবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। কোনো জটিল ব্যাধিতে ভুগতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো শোক সংবাদ পেতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য চিন্তিত হতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতা হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সামাজিক কাজকর্মে সুফল পাবেন। জনসমর্থন বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক চিন্তা-চেতনা বৃদ্ধি পাবে। কোনো সৎলোকের পরামর্শে উপকৃত হতে পারেন। পেশাগত সাফল্যে সম্ভাবনা আছে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ আনন্দদায়ক হবে।