রাশিফল
অসুস্থতায় পড়তে পারেন মেষ, কুম্ভের সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৫ ও ৯। শুভ বার মঙ্গল ও বুধ। শুভ রত্ন পান্না ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি বুদ্ধিমান, প্রত্যৎপন্নমতি ও চতুর। আপনি আবেগ ও কল্পনাপ্রবণ। মেধা, কর্মদক্ষতা ও অধ্যবসায় আছে আপনার। আপনি সন্দেহপ্রবণ, মানুষকে বোঝার ও উদ্দেশ্য আঁচ করার ক্ষমতা আছে। নিজের শক্তি ব্যবহার করতে আপনি জানেন। অস্থিরচিত্ত হলেও আপনার আছে অন্তর্দৃষ্টি। আছে সৃজনশীল ও উদ্বাবনক্ষমতা। ভ্রমণ করতে ভালোবাসেন। পরিবর্তন ও বৈচিত্র্য আপনাকে আনন্দ দিলেও আপনি লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হন না।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : আবিষ্কারক রবার্ট ফুলটন, চিত্রশিল্পী ক্লাউডিম্যান, প্রিন্স চার্লস, জওহরলাল নেহরু, কর্নেল তাহের, বাদশা হোসেন, সাহিত্যিক তাহা হোসেন, আজিজ মেহের, কমল কুমার মজুমদার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। বীমাকর্মীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে না। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিগত শত্রুতা বৃদ্ধি পাবে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মস্থলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
হৃদরোগীদের জন্য দিনটি শুভ নয়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আত্মীয়দের সান্নিধ্য উপভোগ্য হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। একাধিক সূত্র থেকে অর্থাগম হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে অতিথিসমাগম হওয়ার সম্ভাবনা আছে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যক্তিত্বের জন্য কেউ কেউ আপনার প্রতি আকর্ষণ বোধ করতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। পুরোনো কোনো জটিল রোগের পুনরাক্রমণ ঘটতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো মামলা-মোকদ্দমা থাকলে তার ফল আপনার বিপক্ষে যেতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো গোপন আশা পূর্ণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সামাজিক কাজে জড়াতে পারেন। সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করুন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। উচ্চশিক্ষার্থীদের বিদেশযাত্রার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। কোনো তীর্থস্থান ভ্রমণ করতে পারেন। জীবন ও জগৎ সম্পর্কে চিন্তা করার সুযোগ পাবেন।