রাশিফল
মন খুলে কথা বলুন সিংহ, ভেবেচিন্তে প্রতিশ্রুতি দিন বৃশ্চিক
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও শুক্র। আপনার শুভসংখ্যা ৬ ও ৯। শুভবার মঙ্গলবার ও শুক্রবার। শুভ রত্ন হীরা ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি মিশুক ও সামাজিক। বহুমুখী মেধা ও সৃজনশীলতার অধিকারী। আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সঙ্গে রয়েছে কর্তব্যপরায়ণতা। প্রেম-রোমান্স ও স্নেহ-মমতা আপনার জীবনে পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সৌন্দর্য ও বিলাসের প্রতি আগ্রহ করে তুলতে পারে ইন্দ্রিয় সুখপরায়ণ। অন্যের দ্বারা প্রভাবিত হবেন সহজে। আত্মীয়স্বজনের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হতে পারে। ঝামেলা ও সংঘাতেও জড়িয়ে পড়তে পারেন। দৃঢ়তা ও অধ্যাবসায় সাফল্যের পথে নিয়ে যাবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : ফিল্ড মার্শাল ওরউইন রোমেল, মোহাম্মদ ওয়ালীউল্লাহ, পেটুল ক্লার্ক, চিকিৎসাবিদ আগস্ট কোথ, বিমান নির্মাতা ফ্রেডারিক ফেইজ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা সফল হতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। শিক্ষার্থীদের বিদেশযাত্রার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। আর্থিক দিক ভালো যাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। অতিন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। শরীর অসুস্থ হতে পারে। ব্যবসায় লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। অশুভ সংবাদ পেতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপন লোকেরা শত্রুতা করতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। পারিবারিক পরিবেশ কোনো কারণে প্রতিকূল হয়ে উঠতে পারে। সামাজিক সম্পর্ক ভালো যাবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। তবে ঠান্ডা সম্পর্কে সচেতন থাকুন। কর্মস্থলে ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন। অপ্রিয় সত্য প্রকাশ না করলেই ভালো করবেন। চাকরিজীবীরা পদস্থ কর্মকর্তাদের সঙ্গে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িতদের জন্য দিনটি শুভ। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। মনের কথা মনে চেপে রাখা ঠিক হবে না। স্পষ্ট করে নিজেকে প্রকাশ করার চেষ্টা করুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। হঠাৎ কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। গুরুত্বপূর্ণ কোনো কাজে প্রতিবেশীর সহযোগিতা পেতে পারেন। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। কোনো আত্মীয়ের সান্নিধ্যে আনন্দবোধ করবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। চোখ-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মনোবল বৃদ্ধি পাবে। নিজের সম্পর্কে আত্মসচেতনতা তৈরি করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। নিজের কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত কাজে সুফল পাবেন। বিনোদন শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মস্থলের সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।