রাশিফল
কন্যার বিনোদন শুভ, ধনু ঝুঁকি নিন
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৭ ও ৯। শুভবার সোমবার ও মঙ্গলবার। শুভ রত্ন রক্তপ্রবাল। প্রকৃতিগতভাবে আপনি কল্পনাপ্রবণ ও সৃজনশীল, মননশীল ও সহনশীলতা দুই-ই আছে আপনার। জ্ঞান-বিজ্ঞান আধ্যাত্মিকতার প্রতি রয়েছে আপনার ঝোঁক। বুদ্ধিবৃত্তিক ও মানসিক স্তরেই আপনি বিচরণ করতে চান। পরিবেশ, পারিপার্শ্বিকতা ও মানুষকে সহজেই বুঝতে ও বিশ্লেষণ করতে পারেন। আপনি কিছুটা অন্তর্মুখী ও গোপনীয়তা প্রিয়। আপনার ইনটুইশন ও অনুভব প্রখর। আপনি কর্তব্যপরায়ণ, কর্মঠ ও অধ্যবসায়ী। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে উদ্যোগী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : সাহিত্যিক মোহাম্মদ নাসিরুদ্দীন, রণদা প্রসাদ সাহা, সাংবাদিক আতাউস সামাদ, বাংলাদেশের প্রথম নারী বৈমানিক।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সামাজিক ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জানার স্পৃহা বৃদ্ধি পেতে পারে। তীর্থযাত্রার সুযোগ পেতে পারেন। আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। শরীর অসুস্থ হতে পারে। অসুখ-বিসুখ অবহেলা করা ঠিক হবে না। কোনো ধরনের সামাজিক সংকটে জড়ানোর আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। বিমাকর্মীদের জন্য দিনটি শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের আইনগত সমস্যার সম্মুখীন হতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। দাম্পত্যে ভুল বোঝাবুঝির কিছু থাকলে তা মিটে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। নিজের সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। যেকোনো ধরনের উত্তেজনা পরিহার করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মনও ভালো থাকতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ দেখা দিতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পত্তির দখল পেতে পারেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। অহমিকা বোধের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে অন্যকে আকৃষ্ট করতে পারবেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। নিজের কোনো ব্যর্থতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। শরীর ভালো যাবে না। পুরোনো কোনো জটিল রোগে ভুগতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হবে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। কোনো গোপন প্রত্যাশা পূরণ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।