রাশিফল
মিথুন সংযত করুন রিপু, তুলা আবেগ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৮ ও ৯। শুভবার শনিবার ও মঙ্গলবার। শুভ রত্ন নীলা ও রক্তপ্রবাল। প্রকৃতিগতভাবে আপনি সংশয়ী, সুচতুর ও বুদ্ধিবৃত্তির অধিকারী। আপনার মধ্যে আছে কিছু বৈপরীত্য। তাই বাইরে থেকে আপনাকে কখনো পুরোপুরিভাবে বোঝা যাবে না। আপনি ইমোশনাল, কর্মঠ ও অধ্যবসায়ী। প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও নিজের মতে দৃঢ়তা প্রদর্শন করতে পারেন। কাজে লেগে থাকতে পারেন। সন্দেহপ্রবণ মনের জন্য বন্ধুত্ব করা আপনার জন্য কঠিন। জীবনের প্রথম অধ্যায়ে আপনি অনেক বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হবেন। তবে চারিত্রিক দৃঢ়তা ও অধ্যবসায় আপনাকে সাফল্য এনে দেবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : ফিল্ড মার্শাল মন্টোগোমারি, মেসবাহুল হক, জাহানারা আরজু, রুনা লায়লা, বিজ্ঞানী ইউজিব উইগনার, ঔপন্যাসিক ল্যাপিজি ফনটেজ, সাবাতানী, ভাস্কর চৌধুরী, কমরেড মেহেদী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে অধীনদের কাজে লাগাতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ভাগ্যোন্নয়ন প্রচেষ্টায় সুফল পেতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। মনোবাসনা পূর্ণ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। তীর্থযাত্রার ইচ্ছা পূর্ণ হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো অসুখ অশান্তিকে অবহেলা না করলেই ভালো করবেন। কোনো সামাজিক সমস্যায় জড়াতে পারেন। রিপুকে সংযত রাখতে পারলে ভালো করবেন। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তার অবসান হতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ধর্মীয় কাজকর্মে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতির সম্ভাবনা আছে। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত কাজে সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মন ভালো থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। জুয়ায় না জড়ালেই ভালো করবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় মনোযোগ দেওয়া সম্ভব হবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার চেষ্টা করুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় রাখা সহজ হবে। ভালো ব্যবহার দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। আত্মপ্রতিষ্ঠার ব্যাপারে কোনো সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। নিজের কোনো ব্যর্থতার জন্য মনের ভেতর অতৃপ্তি বোধ কাজ করবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। মনের গভীরে লালিত কোনো আশা পূর্ণ হতে পারে। পেশাগত ব্যাপারে কারো কোনো সমঝোতা হতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূলে থাকবে।