রাশিফল
মেষের উচ্চাশা পূরণ, কন্যার কাজে সাফল্য
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল। আপনার শুভসংখ্যা ৯। শুভ বার মঙ্গল। শুভ রত্ন রক্ত প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। উদ্যম, উদ্দীপনা, নেতৃত্ব ও প্রশাসনিক গুণ আছে। চ্যালেঞ্জ, সংগ্রাম ও সংঘাতে ভয় পান না। বিনয়ী হলেও প্রখর কৌতুত্ববোধ অনেকের মনকেই আহত করতে পারে। আর বিতর্কেও জড়িয়ে পড়তে পারেন। অপরাজেয় মানসিকশক্তি জীবনসংগ্রামে এগিয়ে নিয়ে যাবে। তবে কৌশলী ও ধৈর্যশীল হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : নভোচারী এলেন শেফার্ড, লিন্ডা ইভান্স, নাট্যকার সেলিম-আল-দীন, ভি সান্তারাস, জর্জ ওয়ার্ল্ড, সাংবাদিক আমান উল্লাহ, লেখক কাজী শাহনূর হোসেন ও রেহানা সুলতানা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। প্রাপ্তি যোগ আছে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। আজকে প্রাইজবন্ড বা লটারির টিকিট কিনলে লেগেও যেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে।
মিথুন (২১ মে-২০ জুন)
সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। শরীর অসুস্থ হতে পারে। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পারস্পরিক সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হওয়ার সম্ভাবনা আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালোভাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্তদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
হৃদযন্ত্রের কোনো সমস্যায় ভুগতে পারেন। উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। আর্ধিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় মন বসানো সহজ হবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। নিজের যোগ্যতা দিয়ে কাজ আদায় করতে পারবেন। শরীর মোটামুটি ভালো থাকবে। দুশ্চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে অন্যকে প্রভাবিত করা সহজ হবে। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর খুব একটা ভালো থাকবে না। কোনো জটিল রোগে ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। ট্রেড ইউনিয়ন নেতা-কর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে।