রাশিফল
কর্কটের সংকট, মকর পাবে টাকা
আজ ৫ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ এবং ৬ সফর, ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫.১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ১ ও ৯। শুভ বার রবি ও মঙ্গল। শুভ রত্ন রুবি ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি প্রাণবন্ত ও প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী। পরিশ্রমী ও উদ্যোগী, সৃজনশীল এবং ও উদ্ভাবনীক্ষমতা আছে আপনার। নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জ গ্রহণে সদা প্রস্তুত। সূক্ষ্ম পর্যবেক্ষণ ও সমালোচনার ক্ষমতা দ্বারা সহজেই অন্যদের প্রভাবিত করতে পারবেন। আবার ব্যঙ্গ-বিদ্রূপে ও আপনি দক্ষ। উচ্চাভিলাষী হওয়ার বলিষ্ঠ ও বেপরোয়া পদক্ষেপ নিতে ও দ্বিধা করেন না। অবহেলা কিছুতেই সহ্য করতে পারেন না। শক্তিকে সংযত করতে শিখতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : মার্কিন প্রেসিডেন্ট জেসম গারফিল্ড, ভারতীয় নেত্রী ইন্দিরা গান্ধী, বিপ্লবী তানিয়া, কেশব চন্দ্রসেন, সাংবাদিক সৈয়দ নাজাত হোসেন, জুডি ফস্টার, জিনাত আমান মাশুক চৌধুরী, দারা সিং।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো ক্লাব অথবা বিনোদন স্থানে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। কারো সঙ্গে পেশাগত চুক্তি বা সমঝোতা হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধির যোগ আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি ভালো যাবে। প্রত্যাশা পূরণ হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হওয়ার সম্ভাবনা আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়ার ইচ্ছা জাগতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। অতীন্দ্রিয় শাত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়ে লোকসানের সম্ভাবনা আছে। কোনো সামাজিক সংকটে জড়ানোর আশঙ্কা আছে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। পছন্দের মানুষটির কাছে নিজের মনোভাব স্পষ্ট করে তোলার চেষ্টা করুন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। ধর্মীয় কাজকর্মের প্রতি অধিকতর মনোযোগ দিন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আধ্যাত্মিক সাধনায় লাভবান হতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে সুম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পাবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ পাবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনস্তদের ওপর দায়িত্ব দিয়ে নির্ভর করতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টায় অগ্রগতি হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকবে। প্রাপ্ততথ্যের ওপর নির্ভর করতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
গোপন শত্রুতা বৃদ্ধি পায়। নিজের কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো যাবে না। কোনো জটিল রোগে আক্রান্ত হতে পারেন। কোনো মামলা-মোকদ্দমার ফল আপনার বিপক্ষে চলে যেতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।