রাশিফল
কুম্ভের মানসিক শান্তি, ব্যয় বাড়বে মীনের
আজ ৬ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ এবং ৭ সফর ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি। আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ২ ও ৯। শুভবার সোম ও মঙ্গল। শুভ রত্ন রক্তপ্রবাল ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি রোমান্টিক ও মেধাবী। কল্পনাপ্রবণ ও ইমোশনাল মন সহজেই অতীতে বিচরণ করে। বিশ্লেষণী ক্ষমতা ও ইনটুইশন প্রখর। যেকোনো বিষয়ের গভীরে সহজেই প্রবেশ করতে পারেন। আপনার মধ্যকার বৈপরীত্য একেক সময় একেক দিকে ঝোঁক সৃষ্টি করতে পারে। আপনার সিদ্ধান্তের ওপরই জীবনের অনেক কিছু নির্ভর করবে। সাফল্য লাভের জন্য আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও অধ্যবসায়ী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : রবার্ট কেনেডি, হাজেরা নজরুল, জ্যোতির্বিদ এডউইন পাওয়েল হাবল, জনি টিয়েরনি, সেনানায়ক আলবার্ট কিসলিং, পদার্থবিজ্ঞানী অটোভন গারিক, সাংবাদিক শাহরিয়ার কবির, ফয়জুস সালেহীন, চিত্রশিল্পী সঞ্জিত কুমার চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক কাজকর্মে জড়ানোর সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
জ্ঞান-বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায়ে লোকসানের আশঙ্কা আছে। শরীর অসুস্থ হতে পারে, অসুখ অশান্তিকে অবহেলা না করলেই ভালো করবেন। আজ কোনো শোক সংবাদ পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। বৈবাহিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো যাবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। উত্তেজনা পরিহার করে চলুন। অন্যথায় রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ছোট ভাইবোনদের সঙ্গে সুম্পর্ক বজায় থাকবে। প্রবাসীদের জন্য দিনটি শুভ। প্রতিবেশীর সঙ্গে কোনো ঝামেলা থাকলে তা মিটে যেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। বেদখল হয়ে যাওয়া কোনো সম্পত্তি দখল পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর মোটামুটি ভালো থাকবে। প্রথম দৃষ্টিতেই অন্যকে প্রভাবিত করতে পারবেন। আপনার ব্যক্তিত্ব সহজেই অপরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো যাবে না। কোনো জটিল ব্যাধিতে ভুগতে পারেন। বিদেশযাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। গোপন শত্রুতা দেখা দেবে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।