রাশিফল
কর্কটের আসবে সাফল্য, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে মকরের
আজ ৭ অগ্রহায়ণ, ১৪২২ বঙ্গাব্দ; ৮ সফর, ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৯। শুভ বার মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন পোকরাজ ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী, নির্ভীক ও স্বাধীনচেতা। জীবনের প্রতি আপনি দায়িত্বশীল ও সিরিয়াস। জীবনের দাবি ও চ্যালেঞ্জ মোকাবিলায় আপনি মোটেই ভীত নন। আর বড় কিছু করার যোগ্যতাও আছে আপনার। বিশ্লেষণী ও সাংগঠনিক ক্ষমতা আপনাকে দিয়েছে প্রশাসনিক দক্ষতা। প্রাথমিক জীবনে অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসতে পারে। ইচ্ছাশক্তির একাধিক পরীক্ষা দিতে হতে পারে। সামর্থ্যের চেয়েও অনেক বেশি দায়িত্ব আপনার ওপর অর্পিত হতে পারে। আপনাকে কুশলী ও বিনয়ী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব- দার্শনিক ভলতেয়ার, সাহিত্যিক ইমরান নওয়াব শাহ্, রাজনীতিক শাহ্ আজিজুর রহমান, প্রেম নাথ, ল্যারি হেগম্যান, কাজী লতিফা হক, নেপালের রাজনীতিবিদ ও কূটনীতিক জ্ঞানেন্দ্র বাহাদুর।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। দিনের শুরুটা মোটামুটি ভালোভাবেই হবে। ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। শরীর খুব একটা ভালো থাকবে না। কোনো ধরনের জটিল রোগে ভুগতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। বন্ধুদের সহযোগিতা পাবেন। একই পেশায় নিয়োজিত ব্যক্তিদের পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। কোনো ব্যক্তিগত ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। আজ কোনো প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে কারো সহযোগিতা পাবেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। জ্ঞান স্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সৎ গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। আজ আপনার নামে কোনো দুর্নাম রটতে পারে। রিপুকে সংযত করার চেষ্টা করুন। আদিভৌতিক বিষয়াদির প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনদের শত্রুতা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো যাবে না। তবে সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও হবে। শত্রুতা বৃদ্ধি পাবে। নিজের দায়দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। যথাস্থানে নিজের মনোভাবকে স্পষ্ট করে তোলার চেষ্টা করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। উত্তেজনা পরিহার করে চলুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। হারানো কোনো দ্রব্য বা অর্থ ফেরত পেতে পারেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। পড়াশোনার পরিবেশ বজায় থাকবে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আত্মপ্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। মন ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রথম দর্শনেই অন্যকে সহজে আকৃষ্ট করতে পারবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।