রাশিফল
বৃষের উপার্জন বৃদ্ধি, সাবধানে থাকুন তুলা
আজ ৮ অগ্রহায়ণ, ১৪২২ বঙ্গাব্দ; ৯ সফর, ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫.১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ৩ ও ৪। শুভ বার রবি ও বৃহস্পতি। শুভ রত্ন পোকরাজ ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি কল্পনাপ্রবণ ও বুদ্ধিবৃত্তিক প্রতিভার অধিকারী। আপনি স্বাধীনতাপ্রিয় ও চতুর। অন্তর্দৃষ্টি আছে আপনার। সহজেই নিজেকে গুটিয়ে নিতে পারেন। মনের দিক থেকে আপনি সতর্ক ও রসিক। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চান। নিজের মত ও ব্যক্তিত্বের প্রকাশে আপনার কুষ্ঠা নেই। অকাল্ট ও অতীন্দ্রিয়ের প্রতি রয়েছে আপনার আগ্রহ। নীরবে ও অপ্রত্যাশিত দ্রুততায় সাফল্য আপনার দ্বারে আসতে পারে। কিন্তু তাকে ধরে রাখা আপনার দায়িত্ব।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কথাশিল্পী জর্জ ইলিয়ট, পাউলা ফক্স, চার্লস দ্য গল, আঁদ্রে জিদ, সেনানায়ক আনোয়ার পাশা, অধ্যাপক গোলাম আযম, ভারতীয় রাজনীতিক মুলায়ম সিং যাদব।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। পুরোনো কোনো জটিল ব্যাধি আবার দেখা দিতে পারে। ভ্রমণের পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হওয়ার আশঙ্কা আছে। ঋণগ্রস্ত হতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর মোটামুটি ভালো থাকবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
মিথুন (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ প্রভাবশালীদের কারো আনুকূল্য পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃ-স্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পেশাগত সাফল্য আনন্দদায়ক হতে পারে। সামাজিক ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে পারবেন। জ্ঞান-স্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রার আকাঙ্ক্ষা ফলপ্রসূ হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি কিছুট অশুভ ও দুযোগপূর্ণ হতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যবে। উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ বা সম্পত্তি পেতে পারেন। শরীর ভালো যাবে না। অসুখ-বিসুখকে অবহেলা না করলেই ভালো করবেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো আইনগত ঝামেলায় জড়াতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক ব্যাপারে কোনো চুক্তি হতে পারে। বন্ধুদের সহযোগিতা কাজে লাগতে পারে। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। বৈবাহিক যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ ভালো থাকবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। নিজের সীমা লঙ্ঘন না করলেই ভালো করবেন। শত্রুরা সক্রিয় থাকবে। দায়-দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রণয়-সংক্রান্ত বিষয়াদির জন্য দিনটি শুভ। প্রতিপক্ষের কাছে নিজের মনোভাব সম্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। আধ্যাতিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। হৃদযন্ত্রের দুর্বলতাজনিত সমস্যায় ভুগতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কাজকর্মে মন বসাতে পারবেন। আজ কোনো ব্যাপারে ঝুঁকি না নিলেই ভালো করবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। গৃহে আত্মীয়সমাগম হতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে। শরীর ভালো যাবে না। চক্ষু-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রবাস আনন্দায়ক হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।