রাশিফল
উত্তেজিত হবেন না কর্কট, বিবাদ এড়িয়ে চলুন তুলা
আজ ৯ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ এবং ১০ সফর ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি। আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৫। শুভবার মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন পোকরাজ ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী ও মেধাবী। তবে আপনি আবেগপ্রবণ, অস্থির ও ধৈর্যহীন। বুদ্ধিবৃত্তিক সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক। তবুও আপনার মেধা-বুদ্ধি ও কর্মতৎপরতা বিক্ষিপ্তভাবে বহু দিকে বহু পথে বিচরণ করতে পারে। জীবনে সাফল্য লাভের জন্য আপনার প্রয়োজন ধৈর্য ও সুনির্দিষ্ট লক্ষ্যে একাগ্রতা। তা ছাড়া জীবনের সুযোগগুলোও যথাযথ সময়ে কাজে লাগাতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: নীরোদ চৌধুরী, মোজাফ্ফর আহমেদ চৌধুরী, সাহিত্যিক মাসাকো কুমি, বিজ্ঞানী হেনরি মুসলি, কাজী শামীম, বাপ্পী লাহিড়ী।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি সামগ্রিকভাবে সম্ভাবনাময়। নিজের কর্মক্ষমতার ওপর বিশ্বাস রাখুন। অন্যকে সহজেই প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনদের কাজে লাগাতে পারবেন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পত্তির দখল পেতে পারেন। চক্ষু-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কোনো আত্মীয় দ্বারা উপকৃত হতে পারেন। ছোট ভাইবোনদের সহযোগিতা আশা করতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হতে পারেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। উত্তেজনা আজ আপনার জন্য ক্ষতিকর হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার পরিবেশ অনুকূল থাকবে। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। অপ্রিয় সত্য প্রকাশ না করলেই ভালো করবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। আপনজনদের শত্রুতা মোকাবিলা করতে হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো আইনগত ঝামেলায় জড়াতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনের শুরুটা মোটামুটি ভালো যাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সময় প্রতিকূল হয়ে উঠতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালা করবেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা সফল হতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও সাফল্যের সম্ভাবনা আছে। কোনো উচ্চাশা পূর্ণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। ট্রেড ইউনিয়ন নেতাদের জন্য দিনটি শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় খুব একটা অনুকূল থাকবে না। সিদ্ধান্তহীনতার জন্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। নিজের কোনো ব্যর্থতার জন্য অনুতপ্ত হতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।