রাশিফল
মেষের মনে শান্তি, তুলার অকারণ ঝুঁকি
আজ ১০ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ এবং ১১ সফর ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি। আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা ৩ ও ৬। শুভবার বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন হীরা ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি অমায়িক, মিশুক ও হাস্যোজ্জ্বল। আপনি সামাজিক। প্রভাবশালী ও ক্ষমতাশালীদের সঙ্গে আপনি সহজে মিশতে পারেন। তার এই গুণই আপনাকে নিয়ে যেতে পারে প্রভাবশালীদের কাতারে। সাজসজ্জা ও আসবাবপত্রের ব্যাপারে নিজস্ব রুচি রয়েছে। আপনি সব সময় সম্প্রীতি ও শান্তির পূজারি। অশান্তি, বিতর্ক ও হাঙ্গামা এড়িয়ে চলতে চান। তবে আপনি দ্রুত চিন্তা করতে পারেন। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। জীবনের সম্ভাবনা বাস্তবায়ন আপনার পক্ষে সহজ হতে পারে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : প্রত্নতত্ত্ববিদ ইব্রাহিম ইবনে আবদুল্লাহ, দার্শনিক স্পিনোজা, সম্পাদক জয়নুল আনাম খাঁ, স্থপতি ওয়াল্টার গ্রিফিন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অন্যকে সহজে প্রভাবিত করতে পারবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নিন। পড়াশোনার পরিবেশ বজায় তাকবে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কোনো হারানো অর্থ ফেরত পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ কাউকে ধারকর্জ না দিলেই ভালো করবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। হৃদযন্ত্রের দুর্বলতাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। কোনো বিষয়ে আবেগপ্রবণ না হলেই ভালো করবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। ভালো লাগার মানুষটির কাছে নিজেকে স্পষ্ট করে তুলুন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শত্রুরা আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তার অবসান হতে পারে। অকারণে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজনরা শত্রুতা করতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর অসুস্থ হতে পারে। কোনো রোগব্যাধিকে অবহেলা করা ঠিক হবে না। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেনে লোকসানের সম্মুখীন হতে পারেন। যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
জ্ঞান স্পৃহা বৃদ্ধি পেতে পারে। পেশাগত ক্ষেত্রে কোনো উন্নতি আশা করা যায়। ভাগ্যোন্নয়নের উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে নিজের কর্তৃত্ব বজায় রাখা সহজ হবে। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। যেকোনো আইনি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ফলাফল আপনার বিপক্ষে চলে যেতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।