রাশিফল
মানিয়ে চলুন মিথুন, সিংহ কবির দিন শুভ
আজ ১১ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ এবং ১২ সফর, ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা ৩ ও ৭। শুভ বার সোম ও বৃহস্পতি । শুভ রত্ন পোকরাজ ও এমিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি দুর্বোধ্য ও পরস্পরবিরোধী গুণাবলিতে পূর্ণ। বিনয়, ভদ্রতা ও কল্পনাবিলাস আপনার মাঝে থাকতে পারে। আবার আপনি হতে পারেন বেপরোয়া ও উদ্ধত। আপনার বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা প্রশ্নাতীত মনে হতে পারে। আবার দায়িত্বহীনতারও প্রকাশ ঘটতে পারে আপনার মধ্যে। শক্তিশালী ব্যক্তিত্ব দ্বারা কৈশোরেই আপনি ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন। আপনার চরিত্রের ইতিবাচক বা নেতিবাচক প্রকাশ নির্ভর করবে আপনার ইচ্ছাশক্তির দৃঢ়তার ওপর। সিদ্ধান্ত গ্রহণের জটিলতা অতিক্রমের ওপরই নির্ভর করবে সাফল্য।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : টিনা টার্নার, শিল্পপতি এন্ডু কানেগি, জ্যোতির্বিদ লুই রাদারফোর্ড কার্লবার্ন, শিল্পপতি মাগফুর উদ্দিন আহমেদ, বিজ্ঞানী সাংদাওলি, শক্তি চট্টোপাধ্যায়।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার সুযোগ পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
গৃহে অতিথিসমাগম হতে পারে। পুরোনো আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। সাহসিকতার সঙ্গে যে কোনো সমস্যা মোকাবিলা করতে পারবেন। অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ঘরের শান্তি বজায় থাকবে। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল সাহিত্যকর্মে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর খুব একটা ভালো থাকবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। জ্ঞাতি শত্রু থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘরের শাস্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর খুব একটা ভালো না থাকার আশঙ্কা আছে। দেহের গোপনাঙ্গে কোনো ব্যাধি দেখা দিতে পারে। প্রতিযোগিতামূলক কাজে বিজয়ী হতে পারেন। কোনো মৃত ব্যক্তির অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তিগত দুর্নাম বা অপবাদের সম্মুখীন হতে পারেন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যেতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা সফল হতে পারে। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। পারে কোনো ব্যথা বেদনা অথবা আঘাত পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামগ্রিকভাবে দিনটি ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে চুক্তি হতে পাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক স্বচ্ছলতা বজায় থাকবে। তবে ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। গোপন শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন।