রাশিফল
কর্মপরিবেশ ধনুর অনুকূলে, কুম্ভের সন্তানলাভের সম্ভাবনা
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ১ ও ৩। শুভ বার রবি ও বৃহস্পতি। শুভ রত্ন রুবি ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি সূক্ষ্ম ও উষ্ণ হৃদয়ের অধিকারী। আপনি আশাবাদী। হতাশা আপনার মধ্যে কখনো দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে সক্ষম নয়। উচ্চাভিলাষ বাস্তবায়নের জন্য আপনার মধ্যে রয়েছে উদ্যোগ ও উদ্যম। মন-মানসিকতায় আপনি উদার। অন্যের উদারতার সুযোগে আপনাকে বোকা বানানোর সুযোগ আপনি দেন না। পরবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে দ্রুত কর্মপরিকল্পনা নিতে পারেন আপনি। আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না। আজকের দিনে জন্ম গ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কবি উইলিয়াম ব্লেক, কথাশিল্পী আলবার্তো মোরাভিয়া, ফ্রেডারিক এঙ্গেলস, জিয়া হায়দার, অমল পালেকার, তাহেরা মির্জা, অভিনেত্রী দীপা খন্দকার।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। আজ দূরে কোথাও ভ্রমণ হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। বিনোদন শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি শুভ ও সম্ভাবনাময়। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আজ আর্থিক দিকগুলো সচল থাকবে। দাম্পত্য পরিবেশ অনুকূলে থাকবে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে। রোমান্স শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা আছে। সম্ভাব্য ক্ষেত্রে বেকারদের চাকরিপ্রাপ্তির যোগ আছে। আজ মানসিকভাবে চাঙ্গা থাকবেন। দাম্পত্য পরিবেশ অনুকূলে থাকবে। যোগাযোগ শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ ও সম্ভাবনাময়। ব্যবসায় নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আজ কোনো উপহার পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ আছে। মানসিকভাবে চাঙ্গা থাকবেন। রোমান্স শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আছে। আজ অসমাপ্ত কোনো কাজ শেষ করে আনন্দিত হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে বেকারদের চাকরিপ্রাপ্তির যোগ আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি সামগ্রিকভাবে শুভই বলা যায়। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো থাকবে। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। রোমান্স শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। মানসিক অস্থিরতা ক্ষতির কারণ হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। দুর্ঘটনা এড়াতে দ্রুতগতির যানবাহন পরিহার করুন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। রোমান্স শুভ নয়।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অংশীদারি ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আজ নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে অবিবাহিতদের বিয়ের ব্যাপারে অগ্রগতি হতে পারে। রোমান্স শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মাথা ঠান্ড রেখে কাজ করার চেষ্টা করুন। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। কিছুটা আর্থিক চাপে পড়তে পারেন। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। রোমান্স শুভ নয়।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সৃজনশীল পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। আজ আপনার কর্ম সব ক্ষেত্রে প্রশংসিত হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। একটু চেষ্টা করলেই আজ কাঙ্ক্ষিত ফল আশা করতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্স শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র যাবে বলা যায়। আজ পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আজ গায়ে পড়ে কারো উপকার করতে যাবেন না। অন্যথায় অযাচিত ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। যোগাযোগ শুভ।