রাশিফল
তুলার আশা পূরণ, বন্ধুকে পাশে পাবেন মকর
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ১ ও ৩। শুভ বার রবি ও বৃহস্পতি। শুভ রত্ন চুনি ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী, দায়িত্বশীল ও নিয়মানুবর্তী। আপনার ব্যক্তিত্ব হাস্যোজ্জ্বল। আর মনের গহিনে রয়েছে গভীর আশাবাদ। কোনো বাধা ও প্রতিবন্ধকতা আপনার উদ্যম ও কর্মতৎপরতায় ভাটা আনতে সক্ষম নয়। দিলখোলা ও স্পষ্টবাদী হওয়া সত্ত্বেও অন্যের ব্যাপারে আপনি উদার। অপেক্ষাকৃত কম ভাগ্যবানদের সাহায্যে এগিয়ে আসতে আপনার কোনো ক্লান্তি নেই। আপনার আত্মসম্মানবোধ প্রখর। তাই সামর্থ্যের অতিরিক্ত ঋণ কখনোও করেন না। অগ্রগতির এক পথ রুদ্ধ হলে বিকল্প পথে সাফল্যের পানে আপনি এগিয়ে যাবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : ড. মোহাম্মদ ইব্রাহীম, ডা. আহমেদ আনিসুর রহমান, কায়সার হামিদ, রুশ গণিতজ্ঞ নিকোলাই লেভসভস্কি, উডি অ্যালেন, রাসায়নবিদ মার্টিন ক্যালফোর্থ, নাজমা জেসমিন চৌধুরী, প্রফেসর এম এমতিন, ড. মুহম্মদ কুদরত-ই-খুদা প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে মন বসাতে পারবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কনিষ্ঠ ভাইবোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। চক্ষু-সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। প্রথম দৃষ্টিতেই অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন। কালো কাপড় পরে আজ কোনো ভালো কাজে না গেলেই ভালো করবেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সময় খুব একটি অনুকূলে নাও থাকতে পারে। শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। পুরোনো কোনো জটিল রোগে আক্রান্ত হতে পারেন। কোনো মামলা-মোকদ্দমায় না জড়ালেই ভালো করবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বড় ভাইবোনদের সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিনোদন শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সামাজিক কাজকর্মে অগ্রগতির সম্ভাবনা আছে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা সফল হতে পারে। তীর্থ ভ্রমণের আশা পূর্ণ হতে পারে। সৎ গুরুর সান্নিধ্যে আনন্দ পাবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। রিপুকে সংযত করার চেষ্টা করুন। শোকগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ বা সম্পত্তি পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো হতে পারে। আপনার সম্পর্কে কারো খারাপ ধারণা থাকলে তা মুছে যেতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। ব্যক্তিগত শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। যে কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে।