রাশিফল
প্রবাসী কর্কটের দিন শুভ, শিক্ষার্থী ধনুর বিদেশযাত্রা
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩। শুভবার বৃহস্পতিবার। শুভ রত্ন পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। সাংগঠনিক ও প্রশাসনিক গুণাবলি রয়েছে আপনার। নিজে নিয়ম-শৃঙ্খলা পছন্দ করেন, কাজে মেতে থাকতে চান। তাই অন্যদের সহজে উদ্বুদ্ধ করতে পারেন। যে কারও সামনে নিজের মত বলিষ্ঠভাবে তুলে ধরতে পারেন। সে সঙ্গে প্রয়োগ করতে পারেন লেখনী শক্তি। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতিও রয়েছে অপার অনুরাগ। জীবনে পেশাগত ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারেন। সম্মান ও সুনাম দুই আসতে পারে। তবে বেশ শক্তিশালী বৈরিতারও সম্মুখীন হতে পারেন আপনি। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : সাহিত্যিক জোসেফ কনরাড, ড. রাজেন্দ্র প্রসাদ, ক্ষুদিরাম বসু, জ্যাঁ লুক গদার্দ, কবি আল মায়ারী, পরিচালক দেওয়ান নজরুল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার পরিবেশ ভালো থাকবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। শরীর হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। হৃদরোগ অথবা উচ্চ রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে। যাবতীয় উত্তেজনা পরিহার করুন। বন্ধুদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২১ মে-২০ জুন)
আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পড়াশোনায় মন বসাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। বেহাত হওয়া কোনো সম্পত্তির দখল পেতে পারেন। অধীনদের কাজে লাগানো সহজ হবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর তুলনামূলকভাবে ভালো যাবে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় ফলাফল আপনার বিপক্ষে চলে যেতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। শরীর ভালো যাবে না। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বন্ধুদের সহযোগিতা পাবেন। ক্লাবে বা অন্য কোথাও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। পেশাগত কোনো চুক্তি সম্পাদন হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে। উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মহীনদের কারো কারো কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক ক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আছে। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। উচ্চশিক্ষার্থীর বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। তীর্থযাত্রা শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। বিমাকর্মীদের জন্য দিনটি শুভ। কোনো সামাজিক সমস্যায় জড়াতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ বা সম্পদ পেতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ব্যক্তিগত শত্রুতা বৃদ্ধি পাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সাফল্য পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। শরীর অসুস্থ হতে পারে। ঠান্ডাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। তবে সাময়িক অসুস্থতাকে খুব গুরুত্ব না দিলেও চলবে। কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে।