রাশিফল
প্রস্তাবে সাড়া পাবেন মেষ, তুলার প্রত্যাশা পূরণ
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৩ ও ৪। শুভবার রবিবার ও বৃহস্পতি। শুভ রত্ন পোকরাজ ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি উচ্চতর বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। মেধা, মানসিক শক্তি ও নিজস্ব পন্থায় চিন্তা করার ক্ষমতা আছে আপনার। কল্পনা শক্তির সাথে আছে সুচতুর উদ্ভাবনী যোগ্যতা। আপনি স্বকীয়তা প্রিয়। চিন্তা-ভাবনা ও কর্মের স্বাধীনতা চান। অতীন্দ্রিয় ও আধ্যাত্মিকতার প্রতি সহেজই আকৃষ্ট হতে পারেন। পরিচিতরা আপনাকে অধিকাংশ সময় ভুল বুঝতে পারে। উদারমনা হলেও আপনার পছন্দ-অপছন্দের অনুভূতি প্রবল। বিপদ, অঘটন ও বিরোধ থেকে পুরোপুরি মুক্ত হওয়া আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : সাহিত্যিক স্যামুয়েল বাটলার, ঐতিহাসিক টমাস কার্লাইল, গায়িকা মারিয়া কালাস, রুশ সাহিত্যিক নিকোলাই তিখনভ, শেখ ফজলুল হক মনি, ভিক্টর ফ্রেঞ্জ, কোরিয়ার প্রেসিডেন্ট রো তাউ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। ভালো লাগার মানুষটির কাছে নিজের মনোভাবে স্পষ্ট করে তুলুন। সন্ধ্যার পরে শরীর অসুস্থ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ছোট ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে।
মিথুন (২১ মে-২০ জুন)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক মিশ্র সম্ভাবনাময়।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পড়াশোনায় মন বসাতে পারবেন। অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে। পুরোনো আত্মীয়দের কারো সাথে দেখা হতে পারে। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি না দিলেই ভালো করবেন। আর্থিক দিক ভালো যাবে। চোখ সংক্রান্ত কোনো ঝামেলায় পড়তে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর মোটামুটি ভালো থাকলেও সন্ধ্যার পর কিছুটা অসুস্থ হতে পারেন। মন ভালো থাকবে। কোনো প্রিয় মানুষের সান্নিধ্যে আনন্দ পাবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যয়াধিক্য দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। সন্ধ্যার পর সময় অনুকূল হয়ে উঠবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাতে নিলেই ভালো করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে নতুন কোনো ধারণা মাথায় আসতে পারে। পেশাগত ব্যাপারে কারো সাথে কোনো চুক্তি হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্ম পরিবেশ অনুকূলে থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভাগ্যোন্নয়নের কোনো প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা আছে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কারো সাথে অনৈতিক কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কোনো মৃত ব্যক্তির অর্থ বা সম্পদ পেতে পারেন। অতিন্দ্রীয় বিষয়াদির প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। ঘনিষ্ঠজনদের কেউ গোপনে শত্রুতা করতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের যোগ আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। তথ্যগত বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতার আশা না করাই ভালো।