রাশিফল
কুম্ভের নামে হতে পারে বদনাম, কন্যার দিন শুভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৫। শুভ বার বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন পোখরাজ ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি সুচতুর ও প্রত্যুৎপন্নমতি। অস্থিরচিত্ত হলেও আপনার উপস্থিত বুদ্ধি প্রখর। আপনি ধ্যান-ধারণার উচ্চাভিলাষী। কর্মে স্বাধীনচেতা। আশাবাদী মন আপনার অনুপ্রেরণার উৎস। পছন্দ আর অপছন্দের ব্যাপারে আপনি আবেগপ্রবণ। আপনি পছন্দ করেন কর্মব্যস্ত জীবন। দ্রুতগতিতে লক্ষ্যস্থলে পৌঁছাতে চান। আলোচনা, বিতর্ক ও বাকযুদ্ধে আপনি পটু। প্রতিদ্বন্দ্বীর প্রতি আপনি কোনো ক্ষোভ মনে না রাখলেও প্রতিদ্বন্দ্বী আপনাকে ভুলে যায় না। মানসিক শক্তিতে অধ্যবসায়ের সঙ্গে কাজে লাগালে আপনি খ্যাতি ও সাফল্যের অধিকারী হবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : ওয়াল্ট ডিজনি, রাজনীতিক শেখ আবদুল্লাহ, রাজা ভূমিবল, গৌরীপ্রসন্ন মজুমদার, লিন পিয়াও, বিজ্ঞানী সিসিল পাওয়েল, ওয়ার্নার হেইসেনবার্গ প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল না থাকার আশঙ্কা আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
প্রেম-ভালোবাসার জন্য পরিবেশ অনুকূল থাকবে। ভালোলাগা মানুষটিকে নিজের মনোভাব স্পষ্ট করে জানানোর চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। আবেগ সংযত করার চেষ্টা করুন। মন ভালো থাকবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
প্রতিবেশীদের সঙ্গে বিরোধ মিটে যেতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। মূল্যবোধ বজায় রাখতে পারবেন। পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। বাড়িতে পুরোনো কোনো আত্মীয়ের আগমন ঘটতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর-স্বাস্থ্য ভালো থাকবে বলে আশা করা যায়। আত্মপ্রতিষ্ঠার উদ্যোগ সফল হতে পারে। মনোবল বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর অসুস্থ হতে পারে। বেশি বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। অথবা হাসপাতালে ভর্তি হন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। কোনো শোক সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। ট্রেড ইউনিয়নের নেতাকর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন। মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় কারো কারো সাফল্য আসতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পেশাগত দিক ভালো যাবে। মনে কিছু দার্শনিক চিন্তাচেতনার উদ্ভব হতে পারে। জীবনকে অর্থবহ করে তোলার জন্য ইচ্ছা জাগতে পারে। বিশেষ কোনো জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ভাগ্যোন্নয়নের উদ্যোগ সফল হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। অন্যের সম্পত্তি পেতে পারেন। আধিভৌতিক শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। আপনার নামে কোনো বদনাম রটতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। যৌথ অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।