রাশিফল
সাফল্য পাবেন সৃজনশীল মিথুন ও বিদ্যার্থী কন্যা
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শনি। আপনার শুভসংখ্যা ৩ ও ৮। শুভবার বৃহস্পতি ও শনিবার। শুভ রত্ন নীলা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষের সঙ্গে সঙ্গে আপনার আছে দৃঢ়তা ও অধ্যবসায়। ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে লক্ষ্যের দিকে এগোলে হতাশ হবেন না। আপনি সচেতন ও সাবধানী। আপনার বিবেক ন্যায়বিচার থেকে দূরে সরে যায় না। আপনি একটু চাপা ও গোপনীয়তাপ্রিয়। সমালোচনা আপনাকে সহজেই আহত করে। তবে অন্যায়-অবিচারের মুখে আপনি নির্ভীক। আপনি দায়িত্বশীল। সহজে আপনার জীবনে কিছু হতে চাইবে না। আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে আপনি দেরিতে হলেও সাফল্যের সোপানে উপনীত হবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : জিন্স পোশাক প্রবর্তক এলি হুইটনি, সুলতান হায়দার আলী, উদয় শঙ্কর, মোস্তফা জামান আব্বাসী, অভিনেতা ধর্মেন্দ্র, ইমদাদুল হক মিলন, সৈয়দ আকরাম হোসেন, শাহীদা আরবী প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সামাজিক সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো ধরনের অসুস্থতায় ভুগতে পারেন। কর্মপরিবেশ অনুকূল না থাকার আশঙ্কা আছে। চাকরিজীবীদের কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কোনো ব্যাপারেই সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সৃজনশীল কাজকর্মে সাফল্য আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। কোনো বন্ধুর সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কারো সঙ্গে নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহ পাবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বাড়িতে আত্মীয়ের সমাগম হতে পারে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে চিন্তাভাবনা করে নিন। অধীনদের কাজে লাগাতে পারবেন। জ্ঞানার্জনের চেষ্টায় সুফল পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ বিসর্জন না দিলেই ভালো করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো থাকবে। মনের শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভালো ব্যবহার দিয়ে অন্যকে জয় করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। স্বদেশে বা বিদেশে ভ্রমণ আনন্দদায়ক হবে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। হঠাৎ অসুস্থ হতে পারেন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক লেনদেনে সুফল পেতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা হাতে নিতে পারেন। পেশাগত ক্ষেত্রে কোনো চুক্তি হতে পারে। সাংগঠনিক কাজে সুফল আশা করতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় মোটামুটি অনুকূলে থাকবে। সামাজিক কাজকর্মে জড়ানোর সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জন্য দিনটি শুভ। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ক্লাবে অথবা কোনো বিনোদনের জায়গায় আড্ডা জমাতে পারেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য পাবেন। পেশাগত ব্যাপারে কারো যাতে কোনো সমঝোতা হতে পারে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জন্য সময় অনুকূলে থাকবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। উচ্চ শিক্ষার্থে বিদেশযাত্রার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। তীর্থযাত্রার সম্ভাবনা আছে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা সফল হতে পারে।