রাশিফল
আবেগ সংযত রাখুন কর্কট, কুম্ভের বিদেশযাত্রা শুভ
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার বৃহস্পতি ও মঙ্গলবার। শুভরত্ন পোখরাজ ও রক্তপ্রবাল। প্রকৃতিগতভাবে আপনি দৃঢ় ও জঙ্গি ব্যক্তিত্বের অধিকারী। উচ্চাভিলাষের সঙ্গে সঙ্গে মতপ্রকাশেও আপনি বলিষ্ঠ। কর্মপন্থায় একনায়কসুলভ ভাব আছে। সংকট ও বিপদেও মাথা ঠিক রেখে কাজ করতে পারেন। অস্থির চিত্ততার জন্য ভ্রমণ ও অভিযাত্রার প্রতি রয়েছে আপনার ঝোঁক। লক্ষ্য অর্জনে কোনো ঝুঁকি নিতেই আপনি পিছপা হন না। টাকা-পয়সার ব্যাপারে কৃপণতার প্রশ্রয় আপনি দেন না। তবে কৌশল ও ডিপ্লোম্যাসির অভাব আপনার জীবনকে বাধাপূর্ণ করে তুলতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কবি জন মিল্টন, বেগম রোকেয়া, কার্ক ডগলাস, ব্রজেন দাস, জাদুকর শাহমপি, রসায়নবিদ ফ্রিজ হেলার, দার্শনিক ইয়ামাজাকি আনসারী, রাজনীতিক রাজিউদ্দিন আহমেদ, মীর শওকত আলী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনরা শত্রুতা করতে পারে। কাজকর্মে অন্যের সহযোগিতা পাবেন। রাতের দিকে হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। ঠান্ডা থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। সন্ধ্যার পর সময় অনুকূলে থাকবে।
মিথুন (২১ মে-২০ জুন)
আধ্যাত্মিক কাজকর্মের প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় মন বসাতে পারবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর-মন মোটামুটি ভালো থাকবে। রাজনীতিকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক তৎপরতা বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যেতে পারে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা পালন করার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অধীনদের কাজে লাগাতে পারবেন। কোনো হারানো সম্পদের দখল পেতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা অন্যকে জয় করতে পারবেন। অকারণ ব্যয় পরিহার করতে পারলে ভালো করবেন। সন্ধ্যার পর শরীর কিছুটা অসুস্থ হতে পারে। সুতরাং জরুরি কাজ সন্ধ্যার আগেই শেষ করুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রাখা ঠিক হবে না। পুরোনো কোনো জটিল রোগ আবার নতুন করে দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মনের গভীরে লালিত কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময় অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সাধারণ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে। বেহেশত, দোজখ, পৃথিবীর সৃষ্টিরহস্য প্রভৃতি সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে। পেশাগত দিক ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। কোনো ধরনের বদনাম রটার সম্ভাবনা আছ। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিমাকর্মীদের জন্য দিনটি শুভ।