রাশিফল
সতর্ক থাকুন মিথুন, অর্থ আদায় হবে তুলার
আজ ২৬ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ, ২৭ সফর, ১৪৩৭ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ১ ও ৩। শুভ বার রবি ও বৃহস্পতি। শুভ রত্ন চুনি ও পোকরাজ।
প্রকৃতিগতভাবে আপনি আশাবাদী ও হাস্যোজ্জল ব্যক্তিত্বের অধিকারী। আপনি দায়িত্বশীল ও নিয়মানুবর্তী। কোনো প্রতিবন্ধকতাই আপনার উদ্যম ও কর্মতৎপরতার ছেদ ঘটাতে সক্ষম নয়। স্পষ্টবাদী হওয়া সত্ত্বেও আপনি উদার। আপনার আত্ম-সম্মানবোধ প্রখর। তাই কারো কাছে ঋণী থাকতে চান না। নিজে যেমন বড় হতে চান, তেমনি অপেক্ষাকৃত কম ভাগ্যবানদের সাহায্যে এগিয়ে যেতেও আপনার কোনো দ্বিধা নেই। চলার একটি পথ বন্ধ হলে বিকল্প পথে আপনি সাফল্যের পানে এগিয়ে যাবেন।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : সুরকার অলিভার মিশেন, ঐতিহাসিক যদুনাথ সরকার, রাজা গোপাল আচারী, সুরকার সমর দাস, কূটনীতিক আঁদ্রে ভিসনস্কি, সাংবাদিক আখতারুজ্জামান, রুমানা, সমরেশ বসু প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক দুর্নামের সম্মুখীন হতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো ঘনিষ্ঠ ব্যক্তির শত্রুতা মোকাবিলা করতে হতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো সঙ্গে কোনো চুক্তি হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনোভাবে সীমা অতিক্রম না করলেই ভালো করবেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। আহারে-বিহারে সতর্কতা অবলম্বন করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। সৃজনশীল কাজেকর্মে সুফল পেতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ সৃষ্টি হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। বাড়িতে আত্মীয়ের সমাগম হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিরোধ থাকলে তা মিটে যেতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো যাবে। হাতছাড়া হয়ে যাওয়া কোনো সম্পত্তির দখল পেতে পারেন। পাওনা টাকা আদায় হতে পারে। যে কোনো অবস্থায় মূল্যবোধ বজায় রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। চক্ষু অথবা মাথাব্যথায় ভুগতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
শরীর-স্বাস্থ্য ভালো যাবে। ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য দিনটি শুভ। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। প্রয়োজনে সীমিত বুঁকি নিন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যক্তিগত ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শোকগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ঋণ গ্রহণ থেকে বিরত থাকুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মনের গভীরে লালিত কোনো আশা পূর্ণ হতে পারে। লালিত আদর্শকে পরিহার করা খুব কঠিন হবে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা নিতে পারেন। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো চুক্তি হতে পারে। শ্রমিক নেতাদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সাফল্য পেতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ধর্মীয় সফর ফলপ্রসূ হতে পারে। সৎ গুরুর সান্নিধ্য আনন্দদায়ক হবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।