রাশিফল
পেশাগত উন্নতি মেষের, খরচ সামলান মকর
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩। শুভ বৃহস্পতি। শুভ রত্ন পোকরাজ।
প্রকৃতিগতভাবে আপনি আত্মবিশ্বাসী, দক্ষ, উদ্যোগী ও উচ্চাভিলাষী। দায়িত্ব ও কর্তব্য সচেতনতার সঙ্গে সঙ্গে আপনার রয়েছে নেতৃত্ব ও কর্তৃত্ব করার গুণ। নিজে নিয়মশৃঙ্খলা মেনে চলেন, তাই অন্যদের নিয়মানুবর্তী দেখতে চান। নিজে প্রাণবন্ত, তাই অন্যদের সহজে উদ্বুদ্ধ করতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আছে। আর নিজের মত আপনি বলিষ্ঠভাবে ব্যক্ত করতে পারেন। জীবনে আপনি প্রচণ্ড বৈরিতার সম্মুখীন হতে পারেন। কর্মস্পৃহা ও ধৈর্য আপনার জীবনে সাফল্যের ভিত্তি রচনা করবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব গায়ক ফ্রান্ক সিনাত্রা, কথাশিল্পী মুলুক রাজ আনন্দ, রসায়নবিদ আলফ্রেড ওয়ার্নার, বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাকীব হাসান, এখলাস উদ্দীন আহমেদ, মাবুদ ফাতিমা কবীর প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় অনুকূলে থাকবে। সামাজিক কাজকর্মে অগ্রগতি হতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কোনো অগ্রগতি হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত উন্নতির সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। কারো মৃত্যুতে শোকগ্রস্ত হতে পারেন। আপনার নামে কোনো ধরনের বদনাম রটতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলায় জড়াতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
অন্যের কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজন কারো শত্রুতার সম্মুখীন হতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলা হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ধর্মীয় কাজকর্মে উৎসাহ পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মন ভালো থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। কোনো কারণে হঠাৎ উত্তেজিত হতে পারেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কোনো আত্মীয়ের সান্নিধ্যে আনন্দ পাবেন। কোনো পুরোনো সুখস্মৃতি মনে পড়তে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। প্রথম দর্শনে অন্যকে প্রভাবিত করতে পারবেন। মন ভালো থাকবে। শরীর ভালো যাবে বলে আশা করা যায়। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর অসুস্থ হতে পারে। পুরোনো কোনো জটিল রোগ আবার নতুন করে দেখা দিতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো চুক্তি হতে পারে। কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ ভালো থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। সরকারি কর্মকর্তারা নিজের কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম হবেন। সামাজিক অবস্থান ভালো থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।