রাশিফল
কর্মক্ষেত্রে সামলে চলুন কর্কট, ঘরে অতিথি আসবে বৃশ্চিকের
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৫। শুভ বার বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন পোকরাজ ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি মেধাবী, প্রত্যুৎপন্নমতি ও উচ্চাভিলাষী। আপনি আবেগপ্রবণ ও অস্থিরচিত্ত। মানসিক ও দৈহিকভাবে সদা ব্যস্ত থাকতে চান। তবে ধৈর্যের অভাব আছে আপনার। আলোচনা ও বিতর্কে আপনি দক্ষ। আপনি আশাবাদী ও স্বাধীনচেতা।
বুদ্ধিবৃত্তিক প্রতিভা থাকায় আপনি বহুমুখী কর্মব্যস্ততায় জড়িয়ে পড়তে পারেন। পছন্দ ও অপছন্দের ব্যাপারে আপনি আবেগপ্রবণ। আপনাকে ধৈর্যশীল ও একাগ্র হতে হবে। জীবনের সুযোগগুলোকে যথাযথ সময়ে কাজে লাগাতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব জ্যোতির্বিদ নস্ট্রাজমাম, অভিনেতা রাজকাপুর, টাইকো ব্রাহা, ষষ্ঠ জর্জ, সঞ্জয় গান্ধী, রসায়নবিদ এডওয়ার্ড টাটুন, কবি পল উলার্ড, নাজমা জামান, লর্ড ক্যানিং প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
সময় তুলনামূলকভাবে অনুকূলে থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত ক্ষেত্রে কোনো সাফল্য পেতে পারেন। তীর্থযাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। কোনো খারাপ সংবাদ পেতে পারেন। সামাজিক সংকটে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।
মিথুন (২১ মে-২০ জুন)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে বলে আশা করা যায়। ভুল বোঝাবুঝির কিছু থাকলে তার অবসান হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজন বোধে আজ বিশ্রাম নিন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসানো সহজ হবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মন ভালো থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। তাঁদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কাজকর্মে উৎসাহ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। গৃহে অতিথিসমাগম হতে পারে। মাথাব্যথা বা চোখসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রবাসী আপনজনদের সংবাদ পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজের কোনো ব্যর্থতার জন্য চিন্তিত হতে পারেন। গোপন শত্রুরা সক্রিয় হওয়ার চেষ্টা করবে। সতর্ক থাকার চেষ্টা করুন। শরীর খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ ভালো থাকবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।