রাশিফল
সৃজনশীল কন্যার অগ্রগতি, বিবাদ এড়ান কর্কট
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভসংখ্যা ৩ ও ৬। শুভ বার বৃহস্পতি ও শুক্রবার। শুভ রত্ন হীরা ও পোকরাজ। প্রকৃতিগতভাবে আপনি সামাজিক, মিশুক, রুচিশীল ও হাস্যোজ্জ্বল। আপনার হৃদয় উদার ও মন আশাবাদী। সৌন্দর্য ও সদৃশ্যতা সম্পর্কে রয়েছে নিজস্ব ধ্যান-ধারিণা। আপনার সহমর্মিতাবোধ প্রখর হলেও গরিব আত্মীয়দের প্রতি অনীহা দেখাতে পারেন। বুদ্ধিজীবী ও প্রভাবশালীদের সাথে আপনি অনায়াসে বন্ধুত্ব করতে পারেন। আপনি শান্তির পূজারি। অশান্তি, বিতর্ক ও হাঙ্গামা এড়িয়ে চলতে চান। আপনি দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত নিতে পারেন। বিলাসিতা এড়িয়ে চললে আপনার মধ্যে গড়ে উঠতে পারে একটা অন্তর্দৃষ্টি। কর্তব্যে দৃঢ় হলে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব স্থপতি গুস্তব ইফেল, আতিকুল হক চৌধুরী, সম্রাট নিরো, বন্দে আলী মিয়া, আব্দুল হাফিজ, চিত্রশীল্পী আবদুর রউফ, ঐতিহাসিক পিইনর গিল, আহমেদ বেনবেল্লা প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্ম পরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিক কাজকর্মের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। সামজিক কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। প্রাপ্তি তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মিথুন (২১ মে-২০ জুন)
কোনো ধরনের সামাজিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। কোনো ধরনের বদনামের সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে। রিপুকে সংযত করার চেষ্টা করুন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজনরা শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পেশাগত ব্যাপারে কারো সাথে কোনো চুক্তি হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
শত্রু পক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমালঙ্ঘন না করলেই ভালো করবেন। সরকারি চাকরিজীবিদের জন্য দিনটি শুভ নয়। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। শিল্প সংস্কৃতির সাথে সম্পৃক্ত হতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের মানুষের কাছে নিজের মনোভাব স্পষ্ট করে তুলুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। উত্তেজনা আপনার জন্য ক্ষতিকর হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ছোট ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। কাজকর্মে মন বসাতে পারবেন। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো যাবে। প্রতিবেশীদের সাথে কোনো বিরোধ থাকলে তা কেটে যেতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করে নিন। যোগাযোগ শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি সামগ্রিকভাবে শুভ ও সম্ভাবনাময়। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টার অগ্রগতি হতে পারে। শরীর ভালো থাকবে। মনের শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিনোদন শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গুরুত্বপূর্ন সিদ্ধান্ত আজ না নিলেই ভালো করবেন। সামগ্রিকভাবে সময় খুব একটা অনুকূলে থাকবে না। শরীর অসুস্থ হতে পারে। কোনো আইন মামলা মোকদ্দমা থাকলে তার ফলাফল আপনার বিপক্ষে যেতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শ্রমিকসংগঠনের নেতা-কর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। পেশাগত ব্যাপারে কোনো চুক্তি হতে পারে। বড় ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। মনের গভীরে লালিত কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। বিনোদন শুভ।