রাশিফল
ব্যবসায়ী মিথুনের লোকসান, শরীর খারাপ হতে পারে কুম্ভের
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৩ ও ৭। শুভ বার সোম ও বৃহস্পতি। শুভ রত্ন এমিসিস্ট ও পোকরাজ। প্রকৃতিগতভাবে আপনি পরস্পরবিরোধী গুণাবলিতে ভূষিত। মেধাবী হলেও আপনি উচ্চাভিলাষী, কর্তৃত্বপরায়ণ ও একনায়কত্ববাদী। দৈহিক শক্তির চেয়ে মানসিকশক্তির ওপর আপনি আস্থাবান। আপনি একদিকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। অপরদিকে দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ ঘটতে পারে আপনার মধ্যে। আপনার সবকিছুতেই অন্তর্মুখী সচেতনতার ছাপ পড়তে পারে। আবেগ আপনার অন্যতম চালিকাশক্তি। যে কোনো বাধার মুখে আপনি হতে পারেন চরম একগুয়ে। ইচ্ছাশক্তির ওপর নির্ভর করবে আপনার চরিত্রের ইতিবাচক ও নেতিবাচক প্রকাশ, সেই সঙ্গে আপনার সাফল্য। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী জেন আস্টিন, নৃতত্ত্ববিদ মার্গারেট মিড, জোহান পিটার, আর্থার ক্লার্ক, মাহমুদা খাতুন সিদ্দিকী, হায়াৎ সাইফ, নরেন বিশ্বাস, আজরা জাবিন, সুবর্ণা মুস্তাফা প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। আর্থিক দিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা সফল হতে পারে। আজ প্রাইজবন্ড অথবা লটারির টিকেট কিনলে সুফল পেতে পারেন। সামাজিক কাজকর্মে জড়ানোর সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২১ মে-২০ জুন)
সকালবেলাটা খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে লোকসানের সম্ভাবনা আছে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। দুপুরের পর পরিস্থিতি অনুকূলে আসতে পারে। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দুপুরের পর সময় কিছুটা প্রতিকূল হতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনের শুরুটা খুব একটা ভালো যাবে না। শরীর কিছুটা অসুস্থ হতে পারে। আহারে বিহারে সতর্ক থাকার চেষ্টা করুন। দুপুরের পরে সময় অনুকূল হয়ে উঠবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময় খুব একটা অনুকূলে থাকবে না। শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থতায় খুব একটা উদ্বিগ্ন না হলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সকালবেলা শরীর খুব একটা ভালো থাকবে না। ঠান্ডা থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। দুপুরের পরে পরিস্থিতি অনুকূল হতে থাকবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়াতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। দুপুরের পরে মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো কারণে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। মনের শান্তি বজায় থাকতে পারে। দুপুরের পরে আর্থিক দিক ভালো যাবে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর কিছুটা অসুস্থ হতে পারে। পুরোনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বিকেল থেকে সময় মোটামুটি অনুকূল হয়ে উঠবে। আপনার ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা কাজ আদায় করা সহজ হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ব্যক্তিগত ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। সকালের দিকে সময় কিছুটা অনুকূলে থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো সমঝোতা হতে পারে।