রাশিফল
প্রণয়ে সাফল্য পেতে পারেন তুলা, ভ্রমণের সুযোগ মীনের
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৩ ও ৯। শুভবার মঙ্গলবার ও বৃহস্পতি। শুভ রত্ন রক্তপ্রবাল ও পোকরাজ।
প্রকৃতিগতভাবে আপনি দৃঢ় ও প্রাণবন্ত ব্যক্তিত্বের অধিকারী। আপনি উচ্চাভিলাষী ও আপসহীন। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলেও নিজের মতে আপনি অনমনীয়। আপনি বুদ্ধিমান বিনয়ী, কিন্তু স্পষ্টবাদী। বলিষ্ঠভাবে নিজের মত প্রকাশ করার মতো নৈতিক ও দৈহিক সাহস আছে আপনার। কোনো চ্যালেঞ্জই আপনাকে পিছু হটাতে পারে না। কর্তৃত্ব ও নেতৃত্ব করার গুণ আছে আপনার। তাই না চাইতেই অনেক দায়িত্ব এসে পড়তে পারে আপনার ওপর। আদর্শবাদিতার জন্য এবং কৌশল ও ডিপ্লোমেসির অভাবে আপনার জীবন বাধাপূর্ণ হয়ে উঠতে পারে। নেতৃত্ব ও দায়িত্বশীলতার জন্য আপনাকে মূল্য দিতে হতে পারে।
আজকের দিনে জন্ম গ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব রাজনীতিক উইলি ব্রান্ট, স্টিভেন স্পিলবার্গ, ফার্ডিনান্ড ফ্রান্সিস, পদার্থবিদ জোসেফ থমসন প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। সন্ধ্যার পরে কিছুটা অসুস্থবোধ করতে পারেন। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বয়োজ্যেষ্ঠ কোনো আত্মীয়র সাথে দেখা হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
সামজিক ক্ষেত্রে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। প্রত্যাশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। বিকেলের দিকে আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। কোনো ধরনের বদনাম রটতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। সন্ধ্যার পর পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে। বৈদেশিক যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশিদারী ব্যবসায় সুফল পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সান্নিধ্য আনন্দদায়ক হবে। ব্যক্তিগত শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। অতিন্দ্রীয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কামনা-বাসনাকে সংযত রাখার চেষ্টা করুন।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্ম পরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। চাকরিজীবিদের সতর্ক হয়ে চলতে হবে। অন্যথায় কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। শিল্প সংস্কৃতির সাথে সম্পৃক্ততার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। মনের মানুষের কাছে নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্ধ্যার পর হঠাৎ অসুস্থবোধ করতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবে। ছোট ভাইবোনদের সাথেও সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বেহাত হওয়া কোনো সম্পত্তির দখল পেতে পারেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। মনোবল বৃদ্ধি পাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর মোটামুটি ভালো থাকবে। মনের শান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে আকৃষ্ট করতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো পূর্ব কর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয়াধিক্য দেখা দেবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। সন্ধ্যার পর পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে।