রাশিফল
সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে কর্কটের, বিয়ের সম্ভাবনা কন্যার
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ১ ও ৩। শুভ বার রোব ও বৃহস্পতি। শুভ রত্ন রুবি ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি আশাবাদী, উষ্ণ হৃদয় ও সূক্ষ্ম বুদ্ধির অধিকারী। আপনি উচ্চাভিলাষী। সেই সঙ্গে আপনার আছে উদ্যোগ ও উদ্যম। লক্ষ্য অর্জনে যত বাধাই আসুক আপনি ভয় পান না। ব্যর্থতা কোনো ছাপ ফেলতে পারে না আপনার ওপর। স্পষ্টবাদী হলেও আপনি উদার। অন্যের বিরোধী মতকেও সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন। তবে উদারতার সুযোগে আপনাকে বোকা বানানো সম্ভব নয়। আপনার আত্মসম্মানবোধ প্রখর। নিজে বড় হতে চান। কম ভাগ্যবানদের সাহায্যে এগিয়ে যেতে আপনার কোনো দ্বিধা নেই। চলার একটি পথ বন্ধ হলে অনায়াসে আপনি বিকল্প পথ বের করে ফেলতে পারেন।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী রাহাত খান, জাঁ জিনে, লিওনার্দো ব্রেজনেভ, পদার্থবিজ্ঞানী এ এ মিসেলসন, শামছুল ইসলাম আলমাজির প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো যাব না। পুরোনো কোনো জটিল ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
ট্রেড ইউনিয়নের নেতাকর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সাফল্য পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো চুক্তি হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
মিথুন (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক কাজকর্মে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নের উদ্যোগ সফল হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিদেশযাত্রার প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি বা অর্থ পেতে পারেন। বীমাকর্মীদের জন্য সময় অনুকূলে থাকবে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় কোনো সামাজিক সংকটে জড়াতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনরা কেউ শত্রুতা করতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে কারো কারো বিয়ের সম্ভাবনা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। নিজের সীমা সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাবকে অন্যের কাছে স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। আবেগতাড়িত কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সময় মোটামুটি অনুকূলে থাকবে। আর্থিক দিক ভালো থাকবে বলে আশা করা যায়। পাওনা টাকা আদায় হতে পারে। গৃহে অতিথিসমাগম হতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা খুব একটা কঠিন হবে না। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে সহজেই আকৃষ্ট করতে পারবেন। প্রাপ্ততথ্যের ওপর নির্ভর করতে পারেন। আত্মপ্রতিষ্ঠায় সাফল্য আসতে পারে। কাজকর্মে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন।