রাশিফল
ভ্রমণের সুযোগ পেতে পারেন সিংহ, সৃজনশীল কাজে সাফল্য ধনুর
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৮। শুভ বার শনি ও বৃহস্পতি। শুভ রত্ন নীলা ও পোকরাজ।
প্রকৃতিগতভাবে আপনি বিশ্বস্ত, গতিশীল ও উদ্যমী। নিজের পরিকল্পনা ও ইচ্ছা বাস্তবায়নে আপনি জঙ্গি ও আপসহীন। আপনার বিশ্লেষণীক্ষমতা রয়েছে। যে কোনো জটিল পরিস্থিতিও অনায়াসে বুঝতে পারেন। আপনার সিদ্ধান্তে যুক্তির অভাব না থাকলেও আপনার আচরণ পদ্ধতিতে অনেক সময় যুক্তির অভাব থাকতে পারে। আপনি কর্তৃত্বপরায়ণ। সবকিছুই নিখুঁতভাবে করতে চান। অন্যের জন্য অনেক কিছুই করতে পারেন। কিন্তু সবটাই নিজের মতো করে। আপনার মধ্যে কৌশল ও ডিপ্লোমেসির অভাব অনেককেই শত্রুতে পরিণত করবে। জীবনের প্রথম ভাগ প্রতিবন্ধকতা ও সংঘাতপূর্ণ হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব জোসেফ স্টালিন, রাজনীতিক বেঞ্জামিন ডিজরেইলি, কুর্ট ওয়াইল্ডহেইম, হেনরিখ বোল, অজয় রায়, ঔপন্যাসিক এন্থনি পাওয়েল, শামস রশী, সাবের আহমেদ আসগরী, সাবেক স্পিকার শামসুল হুদা চৌধুরী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টায় যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে জয় করা খুব একটা কঠিন হবে না। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। নিজের কোনো ব্যর্থতার জন্য অনুতপ্ত হতে পারেন। মন ভালো থাকবে না। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক ক্ষেত্রে কোনো অগ্রগতি হতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। জ্ঞানচর্চার সুযোগকে কাজে লাগাতে চেষ্টা করুন। তীর্থযাত্রা শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। শরীরের গোপন অঙ্গে কোনো সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার নামে কোনো অপবাদ রটার আশঙ্কা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বোঝাবুঝি কিছু থাকলে তার অবসান হবে। অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। পেটের পীড়ায় ভোগার আশঙ্কা আছে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজকর্মে সাফল্য আশা করা যায়।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। যানবাহন ক্রয়ের ইচ্ছা পূর্ণতা পেতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। আবেগ পরিহার করার চেষ্টা করুন। রক্ত সঞ্চালন প্রক্রিয়ার কোনো সমস্যা দেখা দিতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। সাহসিকতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
আর্থিক দিক ভালো যাবে। সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। গৃহে অতিথিসমাগম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। চোখসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।