রাশিফল
শরীর ভালো যাবে মেষের, ব্যয় বাড়বে মীনের
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৮। শুভ বার শনি ও রবি। শুভ রত্ন নীলা ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি ব্যক্তি-স্বাধীনতাপ্রিয় ও দৃঢ় সংকল্পবদ্ধ। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সিরিয়াস। আপনি নিজেই নিজের পথ করে নিতে চান। গতানুগতিকতা থেকে ভিন্ন পথে নতুন কিছু করার স্পৃহা আপনার জন্মগত। আপনার সংবেদনশীলতা ও সৃজনশীলতা নিজেকে প্রকাশ করা ও অন্যকে বোঝার পক্ষে সহায়ক। আপনার আশপাশের সব অন্যায়ের প্রতিবাদ করতে আপনি অগ্রণী হয়ে উঠতে পারেন। আপনার দৃঢ়তা অনেকের সঙ্গে সম্পর্কোচ্ছেদের কারণ হতে পারে। আপনার বলিষ্ঠতা ও দৃঢ়তা জীবনে সাফল্য এনে দিলেও আপনাকে আরো দূরদর্শী এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সচেষ্ট হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন, জ্যোতির্বিদ গোট রিভার, মনজুর আহমেদ, ভূগোলবিদ ইনোকান্টলি গ্রাসিমোভ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। আপনার বিনয়ী আচরণ অন্যকে সহজে আকৃষ্ট করতে পারবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। শরীর ভালো যাবে। মানসিক শান্তি বজায় থাকবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন অশান্ত হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে হতে পারে।
মিথুন (২১ মে-২০ জুন)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাঁদের সমর্থন ও সহযোগিতা পাবেন। নতুন পোশাক ক্রয় ও পরিধান করতে পারেন। বাড়িতে আত্মীয়সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
বন্ধুদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। কোরো কারণে আবেগপ্রবণ হতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসানো সহজ হবে। শিল্প-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। কর্মস্থলে কোনো ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি কারবারে আধিপত্য বজায় রাখতে পারবেন। দাম্পত্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা থাকবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। আপনার নামে কোনো বদনাম রটতে পারে। রিপুকে সংযত করার চেষ্টা করুন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভাগ্যোন্নতির চেষ্টায় সুফল পেতে পারেন। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কোনো সৎ ব্যক্তির সান্নিধ্যে আনন্দ পাবেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ব্যক্তিগত ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। তবে আর্থিক স্বচ্ছলতা বজায় থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।