রাশিফল
বন্ধুর সহযোগিতা পাবেন সিংহ, রোমান্স শুভ কন্যার
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ৮। শুভ বার শনি ও বুধ। শুভ রত্ন নীলা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি উদারমনা ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। বহুমুখী মেধার জন্য অনেক দিকে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে পড়তে পারে। যে কোনো বিষয় সহজে রপ্ত করতে পারায় আপনি সবকিছু করতে চাইবেন। এতে আপনার বড় কিছু করার সম্ভাবনা হ্রাস পেতে পারে। আপনার ইনটুইশন প্রখর। আপনার বিশ্লেষণী ক্ষমতার পাশাপাশি আছে অতীন্দ্রিয় উপলব্ধির গুণ। ধর্মীয় ও মানবতাবাদী অনুভূতি আপনার মধ্যে প্রবল। সুযোগ ও সম্ভাবনা আসবে অনেক কিন্তু আপনি বড় কিছু ছেড়ে সামায়িক তৃপ্তির পেছনে ছুটতে পারেন। জীবনে অবদান রাখতে হলে আপনাকে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব প্রত্মতত্ত্ববিদ কার্ল রিচার্ড লিপসেন, চরণ সিং, ফরহাদ খান, উপন্যাসিক তকুদা সুসেই, মোহাম্মদ জাফল ইকবাল প্রমুখ।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যয়াধিক্য দেখা দিতে পারে। তবে অর্থাভাব খুব একটা অনুভব করবেন না। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। নিজের কোনো ব্যর্থতার জন্য মানসিক অশান্তি দেখা দিতে পারে। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠবে। শরীর অসুস্থ হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শরীর ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। নিজের বিনয়ী আচরণের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। নিজের যোগ্যতা প্রমাণ করা সহজ হবে। ব্যক্তিত্বকে কাজে লাগাবার চেষ্টা করুন।
মিথুন (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। সঞ্চয়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। কথা দিয়ে প্রতিপক্ষের মন জয় করতে পারবেন। অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে। কোনো পুরোনো আত্মীয়ের সঙ্গে নতুন করে যোগাযোগ হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। মনোবল বৃদ্ধি পাবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শরীর ভালো থাকবে না। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘন করার চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। আপনজনদের কেউ শত্রু হয়ে উঠতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। কারো কারো বিবাদে জড়ানোর আশঙ্কা আছে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায় লোকসানের সম্ভাবনা আছে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। মন খুব একটা ভালো থাকবে না। আপনার নামে আজ কোনো অপবাদ রটতে পারে। শোকগ্রস্ত হতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ধর্মীয় কাজকর্মে আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো তীর্থস্থান ভ্রমণের সুযোগ পেতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো সৎ মানুষের সান্নিধ্যে উপকৃত হতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। সরকারি কর্মকর্তারা নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। পেশাগত ব্যাপারে কারো সঙ্গে কোনো চুক্তি হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।